বাংলাদেশে নির্বাচন হবেই—কোনো ষড়যন্ত্র করে নির্বাচনকে আটকে রাখা যাবে না। প্রয়োজনে রাজপথে আন্দোলন-সংগ্রাম করে নির্বাচন আদায় করব।বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু এসব কথা বলেন।
বুধবার (১৬ জুলাই) মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে আয়োজিত বিক্ষোভ মিছিল শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব মন্তব্য করেন।
তিনি বলেন, “ড. মুহাম্মদ ইউনূস ও তারেক রহমানের বৈঠকের পর নির্বাচন নিয়ে যে ধোঁয়াশা ছিল, তা কেটে গেছে। এরপর থেকেই একটি মহল নির্বাচন ঠেকাতে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। তবে জনগণ সেই ষড়যন্ত্র সফল হতে দেবে না।”
শ্রীনগরের ভাগ্যকুল রোডের বটতলা জমজম টাওয়ার থেকে শুরু হওয়া মিছিলটি উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ করে ছনবাড়ী আন্ডারপাসে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
এ সময় মিছিলে নেতৃত্ব দেন: মুন্সীগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক সদস্য আওলাদ হোসেন উজ্জ্বল, তাজুল ইসলাম, রফিকুল ইসলাম রজন, ইদ্রিস আলী, কাজী শামীম ইমাম সাচ্চু, জসিম মোল্লা, শ্রমিক দলের সভাপতি শফিক মোড়ল, সাধারণ সম্পাদক শফিক ভূঁইয়া, যুবদল নেতা মাসুদ রানা, নাইম লস্কর, আসিফুল ইসলাম অভি, জেলা নারী ও শিশু অধিকার ফোরামের সাংগঠনিক সম্পাদক মাহমুদ হাসান ফাহাদ এবং শামসুল ইসলাম।মিছিলে প্রায় এক হাজার নেতাকর্মী অংশগ্রহণ করেন।
পরে জুলাই আন্দোলনে নিহত আবু সাঈদ, ওয়াসিমসহ সকল শহীদের স্মরণে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
একুশে সংবাদ/মু.প্র/এ.জে