AB Bank
  • ঢাকা
  • বুধবার, ১৬ জুলাই, ২০২৫, ১ শ্রাবণ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

গোপালগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, উত্তপ্ত পরিস্থিতি


Ekushey Sangbad
জেলা প্রতিনিধি, গোপালগঞ্জ
০৩:৩৭ পিএম, ১৬ জুলাই, ২০২৫

গোপালগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, উত্তপ্ত পরিস্থিতি

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর সভা শেষে ফেরার পথে দলটির গাড়িবহরে হামলার ঘটনা ঘটেছে। স্থানীয়ভাবে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা এই হামলায় জড়িত বলে অভিযোগ উঠেছে। হামলার সময় গোপালগঞ্জের পরিস্থিতি উত্তপ্ত হয়ে পড়ে।

পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ও সেনাবাহিনী গুলি চালায়। এ সময় আইনশৃঙ্খলা বাহিনীর যানবহরেও হামলা চালানো হয়েছে।

বুধবার (১৬ জুলাই) দুপুর পৌনে ৩টার দিকে এ ঘটনা ঘটে।

শেষ খবর পাওয়া পর্যন্ত হামলাকারীদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া চলছিল।

এর আগে একই দিন দুপুর ১টা ৩৫ মিনিটে গোপালগঞ্জ শহরের পৌরপার্ক এলাকায় এনসিপির সমাবেশ চলাকালে মঞ্চে হামলার ঘটনা ঘটে। মঞ্চের চেয়ার, মাইক ও সাউন্ড সিস্টেম ভাঙচুরের পাশাপাশি উপস্থিত নেতাকর্মীদের ওপরও হামলা করা হয়।

হামলার মধ্যেও সমাবেশ মঞ্চে হাজির হন এনসিপির কেন্দ্রীয় নেতারা। দুপুর ২টার আগেই আহ্বায়ক নাহিদ ইসলামের নেতৃত্বে কেন্দ্রীয় নেতারা মঞ্চে ওঠেন এবং বক্তব্য দেন।

সমাবেশে প্রথম বক্তব্য দেন উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। এরপর দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ স্লোগান দিয়ে পুরো সমাবেশস্থল মুখর করেন।

এ সময় মঞ্চে উপস্থিত ছিলেন এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, সদস্য সচিব আখতার হোসেন, জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা, সারোয়ার তুষারসহ অন্য নেতারা। তাঁরা সবাই আওয়ামী লীগ ও ছাত্রলীগের বিরুদ্ধে স্লোগানে অংশ নেন।

পরে নাহিদ ইসলামের বক্তব্যের মধ্য দিয়ে সমাবেশের আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করা হয়। এরপর সারজিস আলম দলীয়ভাবে সমাবেশস্থল ত্যাগের ঘোষণা দেন।

কিছুক্ষণ পর ফেরার পথে এনসিপির গাড়িবহর হামলার শিকার হয়।

 

 


একুশে সংবাদ/জা.নি/এ.জে

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!