রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় পৃথক অভিযানে ইয়াবা ও হেরোইনসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে গোয়ালন্দঘাট থানা পুলিশ। সোমবার (১৪ জুলাই) সন্ধ্যা থেকে রাত পর্যন্ত দৌলতদিয়ার যৌনপল্লী ও চর দৌলতদিয়া এলাকায় এই অভিযান পরিচালিত হয়।
পুলিশ জানায়, সন্ধ্যা সাড়ে ৬টার দিকে গোয়ালন্দঘাট থানার এসআই ফারুক হোসেন বিপিএম সঙ্গীয় ফোর্সসহ দৌলতদিয়া পূর্বপাড়া যৌনপল্লীর প্রধান গেট এলাকায় (পুলিশ বক্সের সামনে) অভিযান চালিয়ে ২০ পিস ইয়াবাসহ মো. ফজলে রাব্বি (২০) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেন।

ফজলে রাব্বি উপজেলার উত্তর দৌলতদিয়ার সামসু মাস্টার পাড়ার মৃত নিয়ামত আলী মোল্লার ছেলে। বর্তমানে তিনি গোয়ালন্দ পৌর শহরের ২ নম্বর ওয়ার্ডের দেওয়ানপাড়ায় বসবাস করছেন।
অপরদিকে, রাত পৌনে ১০টার দিকে এসআই মো. জুয়েল মিয়া সঙ্গীয় ফোর্সসহ চর দৌলতদিয়া আব্বাস শেখের বাড়ির সামনে পাকা রাস্তা থেকে অভিযান চালিয়ে ৩৭ পুরিয়া হেরোইনসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেন।
গ্রেপ্তারকৃতরা হলেন—ফরিদপুরের কোতয়ালী থানার কমলাপুর এলাকার তরুণ ঘোষের ছেলে অমিত ঘোষ (১৯) এবং মতিয়ার শেখের ছেলে আসিফ শেখ (২০)।
গোয়ালন্দঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রাকিবুল ইসলাম জানান, পৃথক অভিযানে তিন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করে মঙ্গলবার (১৫ জুলাই) রাজবাড়ী আদালতে পাঠানো হয়েছে।
একুশে সংবাদ/রা.প্র/এ.জে