ভোলা সদর উপজেলার রাজাপুরে এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগে অভিযুক্ত কামালকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (১৩ জুলাই) দিবাগত রাতে পশ্চিম ইলিশা ১নং ওয়ার্ড এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত কামাল ভোলা সদর উপজেলার রাজাপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের তোফাজ্জল হোসেন মাঝির ছেলে।
ইলিশা ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক তাজিম ইসলাম, মামলার তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক সুবীর সাহা এবং সঙ্গীয় পুলিশ সদস্যরা রাতভর অভিযান চালিয়ে কামালকে গ্রেপ্তার করেন।
উল্লেখ্য, গত ৮ জুলাই রাতের আঁধারে রাজাপুর এলাকায় এক গৃহবধূকে হত্যার হুমকি দিয়ে ধর্ষণ করেন কামাল—এমন অভিযোগে ভুক্তভোগী নিজেই ভোলা সদর মডেল থানায় মামলা দায়ের করেন। মামলাটি থানায় নম্বর-২১ হিসেবে রেকর্ডভুক্ত হয়েছে।
একুশে সংবাদ/ভো.প্র/এ.জে