দৈনিক আলোকিত বাংলাদেশের জেলা প্রতিনিধি ও নীলফামারী রিপোর্টার্স ইউনিটির সভাপতি স্বপ্না আক্তার স্বর্ণালির ওপর হামলার প্রতিবাদে ডিমলায় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১৩ জুলাই) বিকেলে ডিমলা উপজেলা রিপোর্টার্স ইউনিটির আয়োজনে উপজেলা সদরের স্মৃতি অম্লান মোড়ে ঘণ্টাব্যাপী এই কর্মসূচি পালন করা হয়।
সভাপতিত্ব করেন ডিমলা রিপোর্টার্স ইউনিটির সভাপতি মহিবুল ইসলাম এবং সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক আসাদুজ্জামান পাভেল।
মানববন্ধনে বক্তব্য দেন:ডিমলা প্রেসক্লাবের সভাপতি মাজহারুল ইসলাম লিটন, জেলা রিপোর্টার্স ইউনিটির সাংগঠনিক সম্পাদক আব্দুল মালেক, কার্যকরী সদস্য আব্দুর রশিদ, সদস্য আব্দুল মমিন, বিএমএসএফ ডিমলা উপজেলা শাখার সাধারণ সম্পাদক মহিনুল ইসলাম সুজন, রিপোর্টার্স ইউনিটির সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আলী সানু, সাবেক সভাপতি বাদশা সেকেন্দার ভুট্টু ।
এছাড়াও উপস্থিত ছিলেন:বাংলাদেশ প্রেসক্লাব ডিমলা শাখার সাধারণ সম্পাদক আমিনুর রহমান দুলাল, রিপোর্টার্স ইউনিটির সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর রেজা, জেলা ও উপজেলা পর্যায়ে কর্মরত বিভিন্ন গণমাধ্যমকর্মীরা।
গত ৮ জুলাই পেশাগত দায়িত্ব পালনের সময় লক্ষিচাপ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমিনুর রহমানের দ্বারা হামলা ও হেনস্তার শিকার হন সাংবাদিক স্বপ্না আক্তার স্বর্ণালি। পরে তার স্বামী ও গ্লোবাল টিভির জেলা প্রতিনিধি সোহেল রানা বাদী হয়ে সদর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
বক্তারা অবিলম্বে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান।
একুশে সংবাদ/নী.প্র/এ.জে