AB Bank
  • ঢাকা
  • মঙ্গলবার, ১৫ জুলাই, ২০২৫, ৩০ আষাঢ় ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

শ্রীপুরে ৫ লক্ষাধিক টাকার অবৈধ চায়না জাল জব্দ ও আগুনে পুড়িয়ে ধ্বংস



শ্রীপুরে ৫ লক্ষাধিক টাকার অবৈধ চায়না জাল জব্দ ও আগুনে পুড়িয়ে ধ্বংস

মাগুরার শ্রীপুরে গড়াই নদীতে অভিযান চালিয়ে প্রায় ৫ লক্ষাধিক টাকার অবৈধ চায়না দোয়ার জালসহ বিভিন্ন ধরনের নিষিদ্ধ জাল জব্দ করে আগুনে পুড়িয়ে ধ্বংস করেছে উপজেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তর।

সোমবার (১৪ জুলাই) সকাল থেকে বিকেল পর্যন্ত গড়াই নদীর ওয়াপদা থেকে মাটিকাটা খেয়াঘাট পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন শ্রীপুর উপজেলা মৎস্য কর্মকর্তা জসীম উদ্দীন। এতে সহায়তা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাখী ব্যানার্জী।

অভিযান শেষে জনসম্মুখে জব্দকৃত চায়না জালগুলো আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।

শ্রীপুর উপজেলা মৎস্য কর্মকর্তা জসীম উদ্দীন জানান, “দেশীয় প্রজাতির মাছ বিলুপ্তির পথে। একশ্রেণির অসাধু ব্যক্তি নিষিদ্ধ চায়না দোয়ার জাল ও দীর্ঘ বেড়জাল ব্যবহার করে মাছের বংশবৃদ্ধি রোধ করছে। তাই এই অভিযান পরিচালনা করা হয়েছে।”

তিনি আরও জানান, অভিযানে ২,৩০০ মিটার চায়না দোয়ার জাল, ১,৬০০ মিটার কারেন্ট বেড়জাল, ৬টি সুতি জাল ও ১টি বড় জগৎ বেড়জাল জব্দ করা হয়। জব্দকৃত জালের আনুমানিক বাজারমূল্য প্রায় ৫ লাখ টাকা।

উপজেলা নির্বাহী কর্মকর্তা রাখী ব্যানার্জী বলেন, “জাতীয় সম্পদ রক্ষায় প্রশাসনের এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।”

 

একুশে সংবাদ/মা.প্র/এ.জে

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!