বাংলাদেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি, যুবদলের তিনজনসহ চারজন নেতাকর্মীর নির্মম হত্যাকাণ্ডের প্রতিবাদ এবং সুষ্ঠু বিচারের দাবিতে পটুয়াখালীর গলাচিপায় বিক্ষোভ মিছিল করেছে উপজেলা ও পৌর যুবদল।
সোমবার (১৪ জুলাই) বিকেল ৫টা ৩০ মিনিটে গলাচিপা পৌর চত্বর থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় পৌর চত্বরে গিয়ে শেষ হয়।
বিক্ষোভ শেষে এক প্রতিবাদসভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তারা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। তারা বলেন, "বিএনপির ভাবমূর্তি নষ্ট করতে এবং আগামী জাতীয় নির্বাচনকে বানচাল করার গভীর ষড়যন্ত্র চলছে।" বক্তারা এসব ষড়যন্ত্রের বিরুদ্ধে নেতাকর্মীদের সজাগ থাকার আহ্বান জানান।
এছাড়া দেশের বিভিন্ন স্থানে সংগঠিত রাজনৈতিক হত্যাকাণ্ডের বিচার দাবি করে বক্তারা বলেন, "যেসব ব্যক্তি ও গোষ্ঠী এসব হত্যাকাণ্ড ও আইনশৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত, তাদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।"
গলাচিপা উপজেলা ও পৌর যুবদলের বিপুল সংখ্যক নেতাকর্মীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে বিক্ষোভ মিছিলটি সফলভাবে সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন সংগঠনের নেতারা।
একুশে সংবাদ/প.প্র/এ.জে