গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ইফাদ ও রাইমসের সার্বিক পৃষ্টপোষকতায় স্থানীয় জনগোষ্ঠির জন্য বন্যার আগাম সতর্কবার্তা ও ঝুঁকি ব্যবস্থাপনায় সচেতনা বৃদ্ধি বিষয়ক দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১২ জুলাই ) দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর ও উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত একর্মশালায় উপজেলার ইউনিয়নের জনপ্রতিনিধি, স্বেচ্ছাসেবক, শিক্ষক, সাংবাদিক এবং স্থানীয় প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা অংশগ্রহণ করেন।
সাদুল্লাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী মোহাম্মদ অনিক ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন প্রভাতী প্রকল্প-ডিডিএম কম্পোনেন্টের পরিচালক নিতাই চন্দ্র দে সরকার। এছাড়া অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মোহাম্মদ শফিকুল ইসলাম। মূল প্রবন্ধ উপস্থাপন করেন প্রভাতী প্রকল্প-ডিডিএম কম্পোনেন্টের প্রোগ্রাম ম্যানেজার জেসিকা গোমেজ প্রমুখ। বক্তারা বন্যা পূর্বাভাস, স্থানীয় পর্যায়ে সংকেত ব্যবস্থাপনা, ঝুঁকি কমানোর কৌশল এবং দুর্যোগকালীন প্রস্তুতির বিভিন্ন দিক তুলে ধরে দিকনিদের্শনা ও পরামর্শমূলক বিশদ আলোচনা করেন। তারা বলেন, আগাম সতর্কতা ও স্থানীয় জনগণের সচেতনতা বৃদ্ধি করলে বন্যার ক্ষয়ক্ষতি অনেকাংশে হ্রাস পেতে পারে ।
একুশে সংবাদ/গা.প্র/এ.জে