AB Bank
  • ঢাকা
  • শনিবার, ১২ জুলাই, ২০২৫, ২৮ আষাঢ় ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

পুরান ঢাকায় ব্যবসায়ী হত্যার প্রতিবাদে মাদারগঞ্জে বিক্ষোভ সমাবেশ


Ekushey Sangbad
সাইফুল, মাদারগঞ্জ, জামালপুর
০৬:৪৬ পিএম, ১২ জুলাই, ২০২৫

পুরান ঢাকায় ব্যবসায়ী হত্যার প্রতিবাদে মাদারগঞ্জে বিক্ষোভ সমাবেশ

পুরান ঢাকায় ভাঙারি ব্যবসায়ী সোহাগকে নৃশংসভাবে হত্যার প্রতিবাদে, সারাদেশে চাঁদাবাজি, মব সন্ত্রাস ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ড বন্ধের দাবিতে জামালপুরের মাদারগঞ্জে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১২ জুলাই) বিকেলে মাদারগঞ্জ উপজেলার বালিজুড়ী বাজার কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে সর্বস্তরের ছাত্র-জনতার ব্যানারে এ সমাবেশের আয়োজন করা হয়।

বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন মাদারগঞ্জ উপজেলা জাতীয় নাগরিক পার্টির প্রধান সমন্বয়কারী আব্দুল মালেক, পৌর জামায়াতে ইসলামীর আমির আতিকুর রহমান সেলিম, উপজেলা ইসলামী আন্দোলনের সভাপতি মাওলানা শফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল মান্নান, জাতীয় নাগরিক পার্টির সদস্য লেমন, মাহবুব আলম খোরশেদ, আরিফুল ইসলাম, রকি রায়হান, মোস্তাক প্রমুখ।

বক্তারা বলেন, গত ৯ জুলাই পুরান ঢাকার স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও মিটফোর্ড হাসপাতালের ৩ নম্বর ফটকের সামনে ভাঙারি ব্যবসায়ী সোহাগকে মধ্যযুগীয় কায়দায় পিটিয়ে হত্যা করা হয়েছে। এ ধরনের নৃশংসতা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। দেশের মানুষের মধ্যে নিরাপত্তাহীনতা ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

তারা আরও বলেন, একের পর এক হত্যাকাণ্ডের ঘটনায় সাধারণ মানুষ অসহায় ও আতঙ্কগ্রস্ত। এই পরিস্থিতি চলতে দেওয়া যায় না। বক্তারা এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও দ্রুত বিচার নিশ্চিত করার জোর দাবি জানান।

 

একুশে সংবাদ/জা.প্র/এ.জে

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!