রাজীবপুর উপজেলায় টিআর ও কাবিখা প্রকল্পের সুষ্ঠু ও স্বচ্ছ বাস্তবায়ন নিশ্চিত করতে স্থানীয় জনপ্রতিনিধি ও সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১২ জুলাই) উপজেলা পরিষদ হলরুমে এ সভার আয়োজন করে উপজেলা প্রশাসন। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফজলে এলাহী।
সভায় ইউএনও বলেন, ‘সরকারের দেওয়া প্রতিটি প্রকল্প যেন সঠিকভাবে বাস্তবায়ন হয়, সেই লক্ষ্যেই এই সভার আয়োজন করা হয়েছে। জনপ্রতিনিধি ও গণমাধ্যমকর্মীরা একযোগে কাজ করলে প্রকল্পে অনিয়ম ও দুর্নীতির সুযোগ থাকবে না।’
সভায় বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সদস্য, স্থানীয় সাংবাদিক, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ও অন্যান্য প্রশাসনিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সভায় উপস্থিত বক্তারা বলেন, প্রকল্প বাস্তবায়নে স্বচ্ছতা বজায় রাখা গেলে জনগণের আস্থা যেমন বাড়বে, তেমনি সরকারের লক্ষ্যও বাস্তবায়ন হবে।
প্রকল্পের কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে সবার সহযোগিতা কামনা করেন।
একুশে সংবাদ/কু.প্র/এ.জে