AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ১৭ জুলাই, ২০২৫, ২ শ্রাবণ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

জীবননগরে প্লাস্টিকের বোতলের বিনিময়ে গাছের চারা বিতরণ


Ekushey Sangbad
জীবননগর, চুয়াডাঙ্গা প্রতিনিধি
০৪:৪১ পিএম, ১২ জুলাই, ২০২৫

জীবননগরে প্লাস্টিকের বোতলের বিনিময়ে গাছের চারা বিতরণ

প্লাস্টিকের পণ্যের ব্যবহার পরিবেশের জন্য মারাত্মক ক্ষতিকর। এই বিষয়ে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে চুয়াডাঙ্গার জীবননগরে প্লাস্টিকের বোতলের বিনিময় একটি করে গাছের চারা বিতরণের ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

‘সুস্থ জীবন যদি চাই, গাছ লাগানো ছাড়া উপায় নাই’ এই প্রতিপাদ্য জীবননগর কমিউনিটি ফেসবুক গ্রুপ ও প্রাইড কোচিংয়ের যৌথ উদ্যোগে শনিবার (১২ জুলাই) বেলা ১১টায় জীবননগর মুক্তমঞ্চের সামনে থেকে সাধারণ মানুষের মাঝে এই গাছের চারা বিতরণ করা হয়।

নাজমুল নার্সারির স্বত্বাধিকারী মো. আবুল কাশেমের সহযোগিতায় পরিবেশের জন্য মারাত্মক ক্ষতিকর প্লাস্টিকের বোতলের বিনিময়ে একটি করে গাছের চারা বিতরণ করা হয়।

গাছের চারা বিতরণের উদ্যোক্তা আবদুল্লাহ আল মামুন বলেন, ‘সুস্থ ও স্বাভাবিক জীবনযাপন চাইলে গাছ লাগানোর কোনো বিকল্প নেই। এখন বর্ষাকাল, গাছ লাগানোর এখনই উপযুক্ত সময়। আবহাওয়া ও জলবায়ুগত কারণে আমাদের এই অঞ্চলে গরমকালে প্রচুর তাপদহ ও শীতকালে তীব্র শীত অনুভূতি হয়। বেশি বেশি করে গাছ লাগিয়ে আমরা এই অবস্থা থেকে পরিত্রাণ পেতে পারি। আর প্লাস্টিকের বোতল আমাদের পরিবেশের জন্য মারাত্মক ক্ষতিকর। এটি আমাদের মাটির উর্বরতা শক্তি নষ্ট করে দেয়। এই বিষয়ে জনসচেতনা সৃষ্টির লক্ষ্যে আমরা একটা প্লাস্টিকের বোতলের বিনিময়ে একটি করে গাছের চারা বিতরণের উদ্যোগ নিয়েছি।’

গাছের চারা বিতরণকালে সহযোগিতা করেছেন জীবননগর কমিউনিটি ফেসবুক গ্রুপের এডমিন প্যানেলের উজ্জ্বল হোসেন, সবুজ হোসেন, সোহান হোসেনসহ অনেকে।

 

একুশে সংবাদ/চু.প্র/এ.জে

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!