AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ১৮ জুলাই, ২০২৫, ২ শ্রাবণ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

চট্টগ্রামে এনসিপির বিক্ষোভ, গোপালগঞ্জকে ৩২ নম্বরের পরিণতির হুঁশিয়ারি



চট্টগ্রামে এনসিপির বিক্ষোভ, গোপালগঞ্জকে ৩২ নম্বরের পরিণতির হুঁশিয়ারি

গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতাদের ওপর হামলার প্রতিবাদে চট্টগ্রামে সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করেছেন দলটির নেতাকর্মীরা। বুধবার (১৬ জুলাই) বিকেল সাড়ে ৫টার দিকে নগরীর দুই নম্বর গেট মোড়ে এই বিক্ষোভ অনুষ্ঠিত হয়।

বিক্ষোভে অংশ নেওয়া নেতাকর্মীরা সড়কে যানবাহন চলাচলে বাধা না দিলেও হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, "গোপালগঞ্জের পরিণতি ধানমণ্ডির ৩২ নম্বরের মতো হবে।" তারা ‘মুজিববাদ-মুর্দাবাদ’, ‘মুজিববাদের ঠিকানা—এই বাংলায় হবে না’, ‘সারা বাংলায় খবর দে, মুজিববাদের কবর দে’—এমন নানা স্লোগানে সমাবেশস্থলকে মুখরিত করে তোলে।

এনসিপির এই কর্মসূচিতে অংশ নেন বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদ (বাগছাস) এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরাও।

গণতান্ত্রিক ছাত্রসংসদ কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক খান তালাত মাহমুদ সাংবাদিকদের বলেন, “আওয়ামী লীগ যে ধৃষ্টতা দেখিয়েছে, তা ক্ষমার অযোগ্য। প্রশাসন হামলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে নীরব দর্শকের ভূমিকা পালন করেছে। যদি বিচার না হয়, তবে গোপালগঞ্জ ধানমণ্ডির ৩২ নম্বরের মতোই পরিণতির মুখে পড়বে।”

এনসিপির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক হাসান আলী বলেন, “গোপালগঞ্জে আমাদের নেতাকর্মীদের ওপর যে ন্যাক্কারজনক হামলা হয়েছে, তা শুধু এনসিপির ওপর নয়, ‘জুলাই যোদ্ধাদের’ ওপর হামলা। ইন্টেরিম সরকার সম্পূর্ণ ব্যর্থ প্রমাণিত হয়েছে। তারা খুনিদের বিচার না করায় আওয়ামী স্বৈরাচারের দোসররা আজ আবারও দুঃসাহস দেখাচ্ছে। আমাদের আন্দোলন চলবে।”

কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন এনসিপির যুগ্ম মুখ্য সংগঠক ইমন সৈয়দ, যুগ্ম সদস্য সচিব সাগুপ্তা বুশরা, গণতান্ত্রিক ছাত্রসংসদের যুগ্ম সদস্য সচিব রিজাউর রহমান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের চট্টগ্রাম জেলার সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইবনে হোসাইন জিয়াদ ও মুখ্য সংগঠক তাওসিফ ইমরোজ।

বিক্ষোভকারীরা দুই নম্বর গেট এলাকায় অবস্থান নেওয়ার আগে আশপাশের সড়ক ঘুরে বিক্ষোভ মিছিল করেন।

প্রসঙ্গত, বুধবার দুপুরে গোপালগঞ্জে এনসিপির একটি সমাবেশ শেষে কেন্দ্রীয় নেতাকর্মীদের ওপর হামলার ঘটনা ঘটে। এ সময় হামলার মুখে তারা গোপালগঞ্জ জেলা পুলিশের কার্যালয়ে আশ্রয় নেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে গোপালগঞ্জে ১৪৪ ধারা জারি করা হয়। এনসিপির নেতাকর্মীদের অভিযোগ, হামলাকারীরা আওয়ামী লীগ ও নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের নেতাকর্মী ছিলেন।

 


একুশে সংবাদ/চ.প্র/এ.জে

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!