AB Bank
  • ঢাকা
  • শনিবার, ১২ জুলাই, ২০২৫, ২৮ আষাঢ় ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

মান্দায় অসহায় আলেকজানের পাশে ইউএনও



মান্দায় অসহায় আলেকজানের পাশে ইউএনও

আলেকজান বিবি। বয়স ৮৩। এলাকার মানুষ তাকে আদর করে ডাকেন ‘আলো’। এক সময় ছিলো সংসার, স্বামী, নিজস্ব ঘর। কিন্তু বহু বছর আগে স্বামী হারিয়ে নিঃসঙ্গ জীবনে পথ চলছেন তিনি। বলেন, এই পৃথিবীতে এখন আর তার আপন বলতে কেউ নেই।

ভূমিহীন এই বৃদ্ধা বছর কয়েক আগে মান্দা উপজেলার দক্ষিণ মৈনম গ্রামের লাভের পাড়ায় সরকারের একটি খাস জমিতে ছোট্ট একটি কুঁড়েঘরে ঠাঁই পান। তবে মাথার ওপর ছাদ থাকলেও ছিল না আলোর ব্যবস্থা। রাতে চলাফেরা করতেন একটিমাত্র টর্চ লাইটের উপর নির্ভর করে, যেটি এক যুবক উপহার দিয়েছিলেন। সেই লাইট চার্জ দিতে হতো প্রতিবেশীদের বাড়িতে গিয়ে। বাড়িতে ছিল না ফ্যান, প্রচণ্ড গরমে অন্ধকার ঘরে দিন কাটানো ছিল তার নিত্যদিনের কষ্ট।

এমন অবস্থায় একদিন গ্রাম পুলিশের পরামর্শে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে সরাসরি গিয়ে নিজের কষ্টের কথা জানান আলেকজান বিবি। তারপরেই ইউএনও শাহ আলম মিয়া উদ্যোগ নেন তার ঘরে আলোর ব্যবস্থা করার।

ইউএনও শাহ আলম মিয়া বলেন, “গণশুনানির সময় আলেকজান বিবির কথা শুনে আমি আবেগপ্রবণ হয়ে পড়ি। তিনি বলেন, তার ঘরে বিদ্যুৎ নেই, ফ্যান নেই, গরমে ও অন্ধকারে থাকতে খুব কষ্ট হয়। তখনই আমি প্রতিজ্ঞা করি— তার ঘরে আলো জ্বালাবো।”

প্রতিশ্রুতি বাস্তবায়নে, কয়েকদিনের মধ্যেই তার ঘরে বসানো হয় সোলার বিদ্যুৎ ব্যবস্থা। দেওয়া হয় ফ্যান ও লাইট। সঙ্গে উপহার হিসেবে আরও কিছু খাবারসামগ্রীও তুলে দেওয়া হয় এই বৃদ্ধার হাতে।

আলেকজান বিবির ঘরে আলো জ্বলতেই খুশিতে আবেগাপ্লুত হয়ে পড়েন তিনি। পাশাপাশি খুশি তার প্রতিবেশীরাও।

স্থানীয়রা বলেন, “আলেকজান বিবির জীবনে একটু আলো এনে দিলেন ইউএনও স্যার। এই মানবিক উদ্যোগ সত্যিই প্রশংসার দাবি রাখে।”

ইউএনও আরও বলেন, “আমাদের সমাজে অনেক আলেকজান বিবি রয়েছেন, যারা নিঃসঙ্গ, সহায়হীন। প্রশাসনের পাশাপাশি সমাজের সামর্থ্যবান মানুষদেরও এসব মানুষের পাশে দাঁড়ানো উচিত। তাহলেই সমাজ হবে মানবিক ও সুন্দর।”

 

একুশে সংবাদ/ন.প্র/এ.জে

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!