AB Bank
  • ঢাকা
  • শনিবার, ১২ জুলাই, ২০২৫, ২৮ আষাঢ় ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

এসএসসিতে ১২২২ ও ১১৯১ পেয়েছে মুকসুদপুরের শিক্ষার্থী ফারহানা ও আরিশা



এসএসসিতে ১২২২ ও ১১৯১ পেয়েছে মুকসুদপুরের শিক্ষার্থী ফারহানা ও আরিশা

মুকসুদপুর পাইলট বালক উচ্চ বিদ্যালয়ের দুই ছাত্রী এসএসসি পরীক্ষায় অসাধারণ ফলাফল করে নজর কেড়েছেন। ১৩০০ নম্বরের পরীক্ষায় ফারহানা ফরহাদ পেয়েছেন ১২২২ এবং তার সহপাঠী আরিশা রহমান পেয়েছেন ১১৯১ নম্বর।

ফারহানা ফরহাদ মুকসুদপুর উপজেলার চন্ডিবরদী গ্রামের বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক গোলাম ফরহাদ রিপন সরদারের মেয়ে। আর আরিশা রহমান একই গ্রামের ব্যবসায়ী ও সমাজসেবী হাদিউর রহমান দিপু মিয়ার মেয়ে।

শুধু পরীক্ষায় ভালো ফল নয়—দুই বান্ধবীর চোখে রয়েছে একটি অভিন্ন স্বপ্ন: চিকিৎসক হয়ে মানুষের সেবা করা। তারা জানিয়েছেন, ভবিষ্যতে এমবিবিএস পাস করে সমাজের অসহায় ও গরিব মানুষের পাশে দাঁড়াতে চান।

তাদের এই স্বপ্নপূরণে সকলের দোয়া কামনা করেছেন ফারহানা ও আরিশার পরিবার। বিদ্যালয়ের শিক্ষকরা জানিয়েছেন, শিক্ষার্থীদের এই ব্যতিক্রমী সাফল্যে তারা গর্বিত এবং তাদের উজ্জ্বল ভবিষ্যতের জন্য সর্বাত্মক সহায়তা অব্যাহত থাকবে।

বিদ্যালয়ের এক শিক্ষক বলেন, “ফারহানা ও আরিশা আমাদের স্কুলের গর্ব। ওদের স্বপ্ন বাস্তবায়নে আমরা যেমন আশাবাদী, তেমনি প্রত্যাশা করি—তারা একদিন চিকিৎসক হয়ে সমাজে মানবসেবার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করবে।”

 

একুশে সংবাদ/গো.প্র/এ.জে

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!