AB Bank
  • ঢাকা
  • শনিবার, ১২ জুলাই, ২০২৫, ২৮ আষাঢ় ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

গৌরীপুরে জাসাস কমিটি নিয়ে বিতর্ক : অনিয়ম, অদৃশ্য লেনদেনের গুঞ্জন



গৌরীপুরে জাসাস কমিটি নিয়ে বিতর্ক : অনিয়ম, অদৃশ্য লেনদেনের গুঞ্জন

ময়মনসিংহের গৌরীপুর উপজেলা শাখায় জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস)-এর নতুন কমিটি গঠনকে কেন্দ্র করে তীব্র বিতর্কের সৃষ্টি হয়েছে। স্থানীয় সাংস্কৃতিক অঙ্গনে বিষয়টি নিয়ে চলছে ব্যাপক আলোচনা-সমালোচনা। সম্প্রতি এই কমিটি গঠন করা হয়েছে। কমিটি প্রকাশের পর থেকে কমিটিতে অন্তর্ভুক্ত নাম নিয়ে শুরু হয় বিতর্ক।

অভিযোগ উঠেছে, কমিটি গঠনে নিয়মনীতি উপেক্ষা করে কিছু সুবিধাভোগী ও আত্মপ্রচার প্রবণ ব্যক্তিকে অগ্রাধিকার দেওয়া হয়েছে। জাতীয়তাবাদী আদর্শিক চেতনা ও সাংস্কৃতিক মেধা-মনন বিবেচনায় না এন, ‘জাতীয়তাবাদী মন-মানসিকতা’র সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ ব্যক্তিদেরকে অন্তর্ভুক্ত করা হয়েছে নতুন কমিটিতে।

এ নিয়ে গৌরীপুরের রাজনৈতিক ও সাংস্কৃতিক অঙ্গনে ব্যাপক প্রতিক্রিয়া দেখা দিয়েছে। স্থানীয় অনেকেই দাবি করছেন, প্রকৃত সাংস্কৃতিক কর্মীদের উপেক্ষা করে অদৃশ্য লেনদেনের ভিত্তিতে কমিটি গঠন করা হয়েছে।

গোপনে ও প্রকাশ্যে অনেকেই অভিযোগ করছেন, এই কমিটি প্রকৃত সাংস্কৃতিক আন্দোলনের প্রতিনিধিত্ব করে না। বরং, কিছু সুবিধাভোগী ও সংগঠনের প্রতি দায়হীন ব্যক্তিদের নিয়ে গঠিত হয়েছে।

এ বিষয়ে গৌরীপুরের একাধিক সাংস্কৃতিক ও রাজনৈতিক সচেতন ব্যক্তিত্ব জানান, ‘জাসাস একটি গৌরবময় সংগঠন। এটির নেতৃত্বে থাকা উচিত ত্যাগী, আদর্শিক ও সাংস্কৃতিকভাবে সক্রিয় ব্যক্তিদের। কিন্তু নতুন কমিটি গঠনে এসব মানদণ্ড উপেক্ষিত হয়েছে।’

তারা আরও বলেন, এই কমিটি বাতিল করে অবিলম্বে প্রকৃত জাতীয়তাবাদী আদর্শ ও সাংস্কৃতিক চেতনার কর্মীদের সমন্বয়ে একটি গ্রহণযোগ্য ও স্বচ্ছ প্রক্রিয়ায় কমিটি গঠন করা প্রয়োজন।

গৌরীপুরে এ নিয়ে ক্ষোভ বাড়ছে এবং জাসাসের কেন্দ্রীয় নেতৃত্বের হস্তক্ষেপ কামনা করছেন স্থানীয় নেতাকর্মীরা।

 

একুশে সংবাদ/ম.প্র/এ.জে

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!