কুড়িগ্রামের উলিপুরে মিটফোর্ড হাসপাতালের সামনে চাঁদাবাজ ও সন্ত্রাসী কর্তৃক নির্মম হত্যাকাণ্ডের শিকার সোহাগ হত্যার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১২ জুলাই) দুপুরে উলিপুরের সর্বস্তরের ছাত্র-জনতার ব্যানারে মসজিদুল হুদার সামনে একটি বিক্ষোভ সমাবেশে হয় এবং অপরাধীদের দ্রুত বিচারের দাবি তুলে ধরা হয়।
উলিপুরের সর্বস্তরের ছাত্র-জনতার পক্ষে নাজমুল আল হাসানের সঞ্চালনায় বক্তব্য রাখেন, শিক্ষক ও সমাজকর্মী আসাদুজ্জামান, ছাত্র প্রতিনিধি নাজমুল আল হাসান, ব্যবসায়ী তারা মিয়া।
উপস্থিত ছিলেন মনিত, মারুফ, শাপলা, মারুফা, সাগর আকন্দসহ অনেকে।
সমাবেশে বক্তারা রাষ্ট্র ও রাষ্ট্রের আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি অনুরোধ জানিয়ে বলেন, অপরাধী যেই হোক তাদের বিরুদ্ধে দ্রুত আইনে ব্যবস্থা নিন। তারা আরও বলেন, সিসি ফুটেজে আমরা যে হত্যার দৃশ্য দেখেছি তা বিশ্ববাসী দেখেছে এতে গোটা দেশবাসী ও দেশের বাইরে থাকা প্রবাসীরাও আঁতকে উঠেছে।
একুশে সংবাদ/কু.প্র/এ.জে