AB Bank
  • ঢাকা
  • শনিবার, ১২ জুলাই, ২০২৫, ২৮ আষাঢ় ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

সীমান্তে বিএসএফের গুলিতে নিহত ২ বাংলাদেশি


Ekushey Sangbad
জ্যেষ্ঠ প্রতিবেদক
১২:১৭ পিএম, ১২ জুলাই, ২০২৫

সীমান্তে বিএসএফের গুলিতে নিহত ২ বাংলাদেশি

ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে দেশের দুইটি সীমান্তে প্রাণ হারিয়েছেন দুই বাংলাদেশি। সুনামগঞ্জ ও ঠাকুরগাঁও সীমান্তে এই ঘটনা ঘটে শুক্রবার (১১ জুলাই) রাতে ও শনিবার (১২ জুলাই) ভোরে।


দোয়ারা বাজার উপজেলার বাগানবাড়ি সীমান্তে গরু আনার সময় বিএসএফের গুলিতে নিহত হন শফিকুল ইসলাম (৪৫)। তিনি উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়নের ভাঙ্গাপাড়া গ্রামের বাসিন্দা।

পুলিশ ও স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, রাতে সীমান্ত পেরিয়ে গরু আনতে গেলে বিএসএফ টহলরত অবস্থায় গুলি চালায়। এতে শফিকুল ইসলাম গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ওসি জাহিদুল হক জানান, শফিকুলের বুকে গুলির চিহ্ন রয়েছে। প্রাথমিক তথ্যে জানা গেছে, তিনি সীমান্ত পথে চোরাচালানের সঙ্গে যুক্ত ছিলেন।


অপরদিকে, ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার মিনাপুর সীমান্তে শনিবার ভোরে বিএসএফের গুলিতে মারা যান মো. আসকর আলী (২৪)। তিনি জীবনপুর গ্রামের মো. কানু আলীর ছেলে।

স্থানীয়দের দাবি, আসকর আলী ভোরে ভারতীয় সীমান্তের দিকে গেলে বিএসএফ সদস্যরা গুলি চালান। গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় তার। পরে তার মরদেহ কাঁটাতারের পাশে পড়ে থাকতে দেখা যায়।

হরিপুর থানার ওসি মো. জাকারিয়া মন্ডল জানান, ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে রওনা দিয়েছে, বিস্তারিত পরে জানানো হবে।

এ বিষয়ে ঠাকুরগাঁও ৫০ বিজিবির অধিনায়ক লে. কর্নেল তানজীর আহম্মদ বলেন, প্রাথমিকভাবে গুলিতে একজন নিহত হওয়ার তথ্য জানা গেছে। তবে ঘটনাস্থল ৪২ বিজিবি দিনাজপুর অঞ্চলের আওতায় পড়ে।

 

একুশে সংবাদ/আ.ট/এ.জে

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!