গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার মীরপুর গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জেরে চাচাতো ভাই মামুনের ছুরিকাঘাতে জ্যাঠাতো ভাই ফুয়াদ (৪৫) খুন হয়েছেন। শুক্রবার (১১ জুলাই) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার ফরিদপুর ইউনিয়নের মীরপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ফুয়াদ ওই গ্রামের মৃত আফজাল হোসেনের ছেলে। ঘটনার পর স্থানীয়রা ঘাতক মামুনকে আটক করে পুলিশে সোপর্দ করেন।
নিহতের পরিবারের বরাত দিয়ে পুলিশ জানায়, পারিবারিক বন্ধকী জমির অর্থ ও দখল নিয়ে মামুন ও তার বোন মুক্তা বেগমের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। মুক্তা বেগম ওই জমিটি দীর্ঘদিন ধরে ভোগদখল করে আসছেন এবং এবার সেখানে কচু চাষ করেছিলেন।
ঘটনার দিন বিকেলে মুক্তা বেগম জমি থেকে কচু তুলতে গেলে মামুন তাকে বাধা দেয়। এনিয়ে দুই ভাইবোনের মধ্যে তুমুল বাকবিতণ্ডা ও পরে হাতাহাতি হয়। পরিস্থিতি শান্ত করতে জ্যাঠাতো ভাই ফুয়াদ ও তার স্ত্রী শান্তনা বেগম সেখানে এগিয়ে যান। এ সময় মামুন তার হাতে থাকা কেঁচি দিয়ে ফুয়াদের বুকে আঘাত করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
ঘটনার পরপরই স্থানীয়রা মামুনকে আটক করে পুলিশে খবর দেয়। পরে সাদুল্লাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) তাজ উদ্দিন খন্দকারের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্তকে গ্রেপ্তার করে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
ওসি তাজ উদ্দিন খন্দকার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাইবান্ধা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তারকৃত মামুনকে শনিবার আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
একুশে সংবাদ/গা.প্র/এ.জে