খাগড়াছড়ির মাটিরাঙা উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক সাধারণ সম্পাদক (সহকারী কমান্ডার) বীর মুক্তিযোদ্ধা আবদুল মুনাফ (৭৬) আর নেই। দীর্ঘদিন অসুস্থ থাকার পর শুক্রবার (১১ জুলাই) সকালে নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
তিনি মাটিরাঙা পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের ইসলামপুর এলাকার বাসিন্দা ছিলেন। মৃত্যুকালে তিনি চার ছেলে, তিন মেয়ে ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
মুক্তিযুদ্ধের সময় তিনি ২ নম্বর সেক্টরের অধীনে সেক্টর কমান্ডার মেজর (অব.) এটিএম হায়দারের নেতৃত্বে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন।
তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড, মুক্তিযোদ্ধা সন্তান সংসদ, আমরা মুক্তিযোদ্ধার সন্তান, বিভিন্ন রাজনৈতিক দল ও সামাজিক সংগঠন।
রাষ্ট্রীয় মর্যাদায় জানাজা ও দাফনের আগে মাটিরাঙা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) খাদিজা তাহিরার উপস্থিতিতে পুলিশ সদস্যরা এসআই মোয়েজের নেতৃত্বে গার্ড অব অনার প্রদান করেন। জানাজা শেষে বিকেল সাড়ে পাঁচটায় তাঁকে সামাজিক কবরস্থানে দাফন করা হয়।
একুশে সংবাদ/খা.প্র/এ.জে