বাগেরহাটের শরণখোলায় জুলাই অভ্যুত্থানের বিএনপির বর্ষপূর্তি উপলক্ষে ৩৬ দিনের কর্মসূচির অংশ হিসেবে আলোচনা সভা ও বৃক্ষরোপন কর্মসূচি পালন করেছে উপজেলা বিএনপি। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট জেলা বিএনপি নেতা, (বাগেরহাট -৪) আসনে বিএনপির দলীয় মনোনয়ন প্রত্যাশী কাজী খায়রুজ্জামান শিপন।
বৃহস্পতিবার (১০ জুলাই) সকালে বৈরী আবহাওয়াকে উপেক্ষা করে শরণখোলায় এই কর্মসুচিতে অংশ নিয়ে কাজী খায়রুজ্জামান শিপন বলেন, জুলাই বিপ্লব একদিনে সংঘটিত হয়নি, দীর্ঘ ১৭টি বছর মাস্টারমাইন্ড তারেক রহমানের ফ্যাসিস্ট হাসিনার বিরুদ্ধে সকল গণতান্ত্রিক আন্দোলনের ফলাফল ২৪ এর জুলাই বিপ্লব। আমরা বিএনপি রাষ্ট্রনায়ক তারেক রহমানের নেতৃত্বে ঐক্যবদ্ধ।
বিএনপি নেতা মোল্লা ইসাহাক আলীর সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন শরণখোলা উপজেলা বিএনপির সদস্য সচিব আনোয়ার হোসেন পঞ্চায়েত, শরণখোলা উপজেলা বিএনপি নেতা মেজর (অব) মোস্তফা, মোরেলগঞ্জ পৌর বিএনপির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মিলন ও শরণখোলা উপজেলা বিএনপির নেতাকর্মীবৃন্দ।
একুশে সংবাদ/বা.প্র/এ.জে