ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়া অংশে বৃহস্পতিবার (১০ জুলাই) সকাল থেকে দুপুর ১টা পর্যন্ত প্রায় ১৫ কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়, যা এলাকার যাত্রীদের ভোগান্তি বৃদ্ধি করেছে। যানজট আশুগঞ্জ গোলচত্বর থেকে শুরু হয়ে সরাইল উপজেলার বেড়তলা, শান্তিনগর, বিশ্বরোড মোড়, কুট্টাপাড়া মোড় হয়ে বাড়িউরা পর্যন্ত বিস্তৃত ছিল।
স্থানীয়রা জানান, আশুগঞ্জ নৌবন্দর থেকে আখাউড়া স্থলবন্দর পর্যন্ত ৫০.৫৮ কিলোমিটার মহাসড়ক উন্নয়ন কাজ ২০১৭ সাল থেকে চললেও ধীরগতিতে চলছে। গত ৫ আগস্ট থেকে প্রায় ৩ মাস কাজ বন্ধ থাকার পর আবার শুরু হলেও গতি খুবই ধীর। এর ফলে মহাসড়কে বড় ছোট গর্ত সৃষ্টি হয়েছে, যা যানবাহনের চলাচলকে ধীরগতিতে বাধ্য করছে এবং প্রতিদিনই যানজটের কারণ হয়ে দাঁড়িয়েছে।
সরাইল থানার পুলিশ ও হাইওয়ে থানার পুলিশ গর্তগুলো ইট-বালি দিয়ে ভরাট করে যান চলাচল স্বাভাবিক রাখার চেষ্টা করলেও গত কয়েক দিনের ভারী বৃষ্টিতে পুনরায় গর্ত সৃষ্টি হয়েছে। এ কারণে বৃহস্পতিবার সকাল থেকে মহাসড়কের ১৫ কিলোমিটার এলাকায় যানজট ছড়িয়ে পড়ে।
জানানো হয়, যান চলাচল স্বাভাবিক রাখতে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা রাস্তায় দায়িত্ব পালন করছেন।
সরাইল খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন রহমান বলেন, “টানা বৃষ্টির কারণে বিশ্বরোড মোড় থেকে আশুগঞ্জ গোলচত্বর পর্যন্ত সড়ক যান চলাচলের জন্য অনুপযোগী হয়ে পড়েছে। স্থানীয় বাসগুলো কোনো নিয়ম মানছে না, আমরা পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছি।”
একুশে সংবাদ/ব্রা.প্র/এ.জে