AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ১০ জুলাই, ২০২৫, ২৬ আষাঢ় ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

জামালপুরের বকশীগঞ্জ সীমান্ত দিয়ে নারীসহ সাতজনকে পুশ-ইন



জামালপুরের বকশীগঞ্জ সীমান্ত দিয়ে নারীসহ সাতজনকে পুশ-ইন

জামালপুরের বকশীগঞ্জ উপজেলার ধানুয়া কামালপুর সীমান্ত দিয়ে চার নারীসহ সাতজন বাংলাদেশি নাগরিককে পুশ-ইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। বৃহস্পতিবার ভোর ৪টার দিকে ধানুয়া কামালপুর সীমান্তের ১০৮৩ নম্বর পিলারের নিকট দিয়ে তাদের বাংলাদেশে প্রবেশ করিয়ে দেওয়া হয়।

পরে সকাল ৭টার দিকে স্থানীয় এলাকাবাসী তাদের আটক করে বকশীগঞ্জ থানা পুলিশের হাতে তুলে দেয়। আটককৃতদের বাড়ি খুলনা, ফরিদপুর, বাগেরহাট ও বরগুনা জেলায়।

আটককৃতরা হলেন—
বাগেরহাট জেলার মোড়লগঞ্জ উপজেলার কাশেম আলীর ছেলে এনায়েত খাঁ (৫৫), একই উপজেলার বেলায়েত খাঁর ছেলে মোহাম্মদ ইসলাম (২২), ফরিদপুর জেলার মেহবুব আলীর ছেলে কোরবান আলী (২০), তার মা তাছলিমা বেগম (৫০), খুলনার খালিশপুর এলাকার সোহাগ মিয়ার স্ত্রী সুমি আক্তার (৩০) ও তার বোন রেমি আক্তার (২০), এবং বরগুনার পাথরঘাটা উপজেলার রুস্তম আলীর মেয়ে মায়া আক্তার (৩২)।

ধানুয়া কামালপুর ইউনিয়ন পরিষদের ২ নম্বর ওয়ার্ডের সদস্য মোতালেব মিয়া জানান, ভোরে ভারত থেকে সাতজনকে পুশ-ইন করা হয়েছে—এমন খবর পেয়ে তিনি গ্রামবাসীদের নিয়ে সীমান্তে যান এবং তাদের আটক করেন।

জানা গেছে, আটককৃতরা বিভিন্ন সময়ে কাজের সন্ধানে দালালের মাধ্যমে ভারতের বিভিন্ন শহরে যান। সম্প্রতি ভারতের বিভিন্ন সীমান্ত দিয়ে পুশ-ইনের ঘটনা বাড়ায়, বিএসএফ তাদেরও বকশীগঞ্জ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফেরত পাঠিয়েছে।

বকশীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার শাকের আহমেদ জানান, স্থানীয়রা সাতজনকে আটক করে থানায় সোপর্দ করেছে। এ বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

 


একুশে সংবাদ/জা.প্র/এ.জে

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!