আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মাগুরা-১ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে মনোনয়ন প্রত্যাশী হিসেবে সামনে এসেছেন তরুণ প্রজন্মের জনপ্রিয় নেতা আলমগীর হাসান সোহান। তাঁর জন্ম মাগুরার শ্রীপুর উপজেলার সোনাতুন্দী গ্রামে। পিতা মরহুম আব্দুল আজিজ ও মাতা ডালিয়া বেগম। দুই ভাই ও দুই বোনের মধ্যে তিনি সবার বড়।
নির্বাচনী এলাকায় তিনি নিয়মিত জনসংযোগ করছেন এবং তাঁর সঙ্গে থাকছেন দলের ত্যাগী নেতৃবৃন্দ ও একঝাঁক উদ্যমী তরুণ কর্মীবৃন্দ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ইতোমধ্যে তিনি এলাকায় পরিচিত ও জনপ্রিয় মুখে পরিণত হয়েছেন। ত্যাগী এই তরুণ প্রজন্মের নেতা ১/১১-এর সময় দলের পরীক্ষিত সৈনিক হিসেবে নিজেকে প্রমাণ করেছেন এবং যোগ্যতার ভিত্তিতে নেতৃবৃন্দের আস্থা অর্জনে সক্ষম হয়েছেন।
দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি ছাত্রদল ও যুবদলের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করেছেন। আলীম-মামুন কমিটির অধীনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জিয়া হল শাখার সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক, মামুন-ফিরোজ কমিটির সভাপতি, মতিন-নাছির কমিটির যুগ্ম আহ্বায়ক (ছাত্রদল কেন্দ্রীয় কমিটি), টুকু-আলীম কমিটির সহ-সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক (ছাত্রদল কেন্দ্রীয় কমিটি), জুয়েল-হাবিব কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক এবং রাজিব-আকরাম কমিটির সহ-সভাপতি (ছাত্রদল কেন্দ্রীয় সংসদ) হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়াও, টুকু-মুন্না কমিটিতে যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সাধারণ সম্পাদক হিসেবেও তিনি ছিলেন সক্রিয়।
বর্তমান ফ্যাসিবাদী সরকারের সময় তিনি ১১০টিরও বেশি মামলায় আসামি হয়েছেন এবং বাংলামোটর, পরিবাগ, শাহবাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়, ভিসি অফিস ও ভিসির বাসভবনে আলোচিত ঘটনার চার্জশিটভুক্ত আসামি ছিলেন। দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি কখনও সংগঠনবিরোধী কার্যকলাপে যুক্ত হননি, কখনও বহিষ্কার বা শোকজের সম্মুখীন হননি। বিসিএসে চূড়ান্তভাবে সুপারিশপ্রাপ্ত হলেও রাজনৈতিক প্রতিহিংসার কারণে যোগদান করতে পারেননি।
বিএনপির এমপি মনোনয়নের জন্য প্রয়োজনীয় তিনটি মূল যোগ্যতা—ত্যাগ ও সংগ্রাম, সততা ও সুনাম, এবং জনপ্রিয়তা—এই তিনটি গুণই সোহানের মধ্যে বিদ্যমান। গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে তাঁর ত্যাগ অনস্বীকার্য। সততার পরীক্ষায় তিনি উত্তীর্ণ এবং স্থানীয় জনগণের কাছে একজন সজ্জন ও বিশ্বস্ত ব্যক্তি হিসেবে সুপরিচিত। নির্বাচনী এলাকায় তিনি একজন জনপ্রিয় প্রার্থী হিসেবে গণমানুষের মুখে মুখে উচ্চারিত নাম।
একুশে সংবাদ/মা.প্র/এ.জে