চট্টগ্রামের পটিয়া উপজেলার খরনা ইউনিয়নের মুজাফরাবাদ নাইতপাড়া এলাকায় সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে একটি অবৈধ গ্যাস ফিলিং কারখানা থেকে ৫১২টি গ্যাস সিলিন্ডারসহ বিপুল পরিমাণ সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।
বুধবার (৯ জুলাই) ভোরে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান চালানো হয়। অভিযানে সেনাবাহিনী ও পটিয়া থানা পুলিশ অংশ নেয়।
স্থানীয় সূত্রে জানা যায়, চন্দনাইশ উপজেলার আবদুর রহিম নামের এক ব্যক্তি দীর্ঘদিন ধরে মুজাফরাবাদ এলাকায় প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে অবৈধভাবে গ্যাস ফিলিং কারখানা পরিচালনা করে আসছিলেন। সেখানে খালি গ্যাস সিলিন্ডারে পরিমাণে কম গ্যাস ভরে তা নতুন সিলিন্ডার হিসেবে বাজারজাত করা হতো।
অভিযানকালে কারখানা থেকে বিভিন্ন কোম্পানির পুরনো ও নতুন ৫১২টি গ্যাস সিলিন্ডার, গ্যাস ফিলিংয়ের হাওয়া মেশিন, বিভিন্ন রকম যন্ত্রপাতি ও গ্যাস সরঞ্জাম উদ্ধার করা হয়। তবে অভিযান শুরুর আগেই কারখানার মালিক আবদুর রহিম ও তার সহযোগীরা পালিয়ে যায়।
পটিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) সমীর ভট্টাচার্য বলেন, “গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে ৫১২টি গ্যাস সিলিন্ডারসহ গ্যাস ফিলিংয়ের বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়েছে। মালিক ও সংশ্লিষ্টদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।”
এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।
একুশে সংবাদ/চ.প্র/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

