দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লা খনিতে দুর্ঘটনার শিকার হয়ে এক চীনা শ্রমিক প্রাণ হারিয়েছেন। নিহত শ্রমিকের নাম মিস্টার ওয়াং (৩০)। মঙ্গলবার (৮ জুলাই) সন্ধ্যায় খনির ভূগর্ভে কাজ করার সময় এই দুর্ঘটনা ঘটে।
জানা গেছে, খনির ১৩০৫ নম্বর ফেইসে যন্ত্রাংশ অপসারণ করে নতুন স্থানে নেওয়ার সময় হাইড্রোলিক সরঞ্জাম সরানোর মুহূর্তে ওয়াং একটি স্টিল রোপের সঙ্গে আটকে যান। এরপর তিনি ভারী যন্ত্রাংশের নিচে চাপা পড়েন। পরে উদ্ধার করে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বড়পুকুরিয়া কয়লা খনির ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী সাইফুল ইসলাম সরকার জানান, ঘটনার পর পরই চীনা কনসোর্টিয়ামের প্রতিনিধিদের সঙ্গে আলোচনা করে মরদেহ সৎকারের প্রস্তুতি নেওয়া হচ্ছে।
এদিকে, একই দিন দুপুরে খনির বাইরে আরেকটি ঘটনায় গুরুতর আহত হয় ইলিয়াস হোসেন (১০) নামে এক শিশু। সে খনির ইয়ার্ড থেকে পরিত্যক্ত একটি ডেটোনেটর কুড়িয়ে এনে সেটির তার মোবাইল ফোনের ব্যাটারির সঙ্গে সংযোগ দিলে বিস্ফোরণ ঘটে। এতে তার ডান হাতের তিনটি আঙুল বিচ্ছিন্ন হয়ে যায়। প্রথমে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলেও পরে উন্নত চিকিৎসার জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। ইলিয়াস চৌহাটি গ্রামের বাসিন্দা আশরাফুল ইসলামের ছেলে।
বিষয়টি নিশ্চিত করে খনির ব্যবস্থাপনা পরিচালক জানান, ঘটনার তদন্তে চার সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে এবং আহত শিশুর চিকিৎসায় সব ধরনের সহায়তা দেওয়া হবে।
একুশে সংবাদ/চ.ট/এ.জে
 
    
 
                        

 
                                         
                                             
                                                        
                             একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন 
												 
												 
												 
												 
												 
												 
												 
												 
                                             
                                             
                                             
                                            
