AB Bank
  • ঢাকা
  • বুধবার, ০৯ জুলাই, ২০২৫, ২৪ আষাঢ় ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

চরভদ্রাসন বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান



চরভদ্রাসন বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার সদর বাজারে অবৈধ দখল ও জনভোগান্তি কমাতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেছেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মনিরা খাতুন।

জানা গেছে, বাজারের তোহা ভুক্ত ও ফেরি দোকানগুলোর অধিকাংশই রাস্তার ওপর অবৈধভাবে বর্ধিতাংশ গড়ে তোলে। এতে সাধারণ মানুষের চলাচলে চরম ভোগান্তির সৃষ্টি হয়, বিশেষ করে কাঁচাবাজারে যাতায়াতকারী ক্রেতা-বিক্রেতারা ব্যাপক সমস্যার সম্মুখীন হচ্ছেন। বিষয়টি উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় আলোচনায় এলে ইউএনও সরেজমিনে পরিদর্শন করেন এবং বাজারের শৃঙ্খলা ফিরিয়ে আনতে অবৈধ বর্ধিতাংশ সরিয়ে নেওয়ার নির্দেশ দেন।

এরপর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বাজারে মাইকিং করে ব্যবসায়ীদের নির্দিষ্ট সময়ের মধ্যে ফুটপাত ও রাস্তা দখলমুক্ত করার আহ্বান জানানো হয়।

সোমবার (৮ জুলাই) পরিচালিত এই অভিযানে ইউএনও মনিরা খাতুনের সঙ্গে উপস্থিত ছিলেন চরভদ্রাসন থানার অফিসার ইনচার্জ রজিউললাহ খান, আনসার ভিডিপি কর্মকর্তা কুসুম কুমার রায়, হাট-বাজার বণিক সমবায় সমিতির সভাপতি আলমগীর মোল্লা, ইউএনও‍‍`র সিএ উজ্জ্বল হোসেন, স্থানীয় ব্যবসায়ী ও গণমাধ্যমকর্মীরা।

অভিযান শেষে ইউএনও মনিরা খাতুন বলেন—“বাজারে জনসাধারণের স্বাভাবিক চলাচল নিশ্চিত করতে আমরা এ অভিযান পরিচালনা করেছি। জনস্বার্থে এই কার্যক্রম চলমান থাকবে।”

বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও ভোক্তারা প্রশাসনের এই উদ্যোগকে স্বাগত জানিয়ে এ ধরনের অভিযান নিয়মিত চালিয়ে যাওয়ার দাবি জানিয়েছেন।

 

একুশে সংবাদ/ফ.প্র/এ.জে

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!