কুড়িগ্রামে হিমাগারে আলু সংরক্ষণের ভাড়া অস্বাভাবিকভাবে বাড়ানোর প্রতিবাদে রাস্তার ওপর আলু ফেলে সড়ক অবরোধ করেছেন কৃষক ও ব্যবসায়ীরা।
মঙ্গলবার (৮ জুলাই) সকাল ১১টার দিকে সদর উপজেলার কাঁঠালবাড়ী বাজার এলাকায় তারা কুড়িগ্রাম-রংপুর আঞ্চলিক মহাসড়কে এ কর্মসূচি পালন করেন। প্রায় দেড় ঘণ্টা সড়কে যান চলাচল বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েন যাত্রী ও পরিবহন শ্রমিকরা।
অবরোধকারীদের অভিযোগ, চলতি মৌসুমে আলুর বাজারমূল্য কম থাকা সত্ত্বেও হিমাগারে প্রতি কেজি আলু সংরক্ষণের ভাড়া ৬ টাকা ৭৫ পয়সা নির্ধারণ করা হয়েছে, যা অযৌক্তিক। উৎপাদন খরচ ও হিমাগার ভাড়া মিলে প্রতি কেজি আলুতে খরচ হচ্ছে প্রায় ২৯ টাকা, অথচ বাজারে তা বিক্রি হচ্ছে মাত্র ১৫ টাকা কেজি দরে — এতে প্রতি কেজিতে লোকসান গুনতে হচ্ছে ১৪ টাকা।
আলু চাষি হাসু মিয়া বলেন,“গত বছর যে বস্তা ৩৫০ টাকায় হিমাগারে রাখা হয়েছিল, এবার তা ৪৫০ টাকার ওপরে। এভাবে চলতে থাকলে কৃষকদের টিকে থাকা কঠিন হয়ে পড়বে।”
পরিস্থিতি নিয়ন্ত্রণে উপজেলা প্রশাসন ও সেনাবাহিনী ঘটনাস্থলে উপস্থিত হয়ে আলু সংরক্ষণে ন্যায্য ভাড়া নির্ধারণে আশ্বাস দিলে অবরোধ তুলে নেন আন্দোলনকারীরা।
কুড়িগ্রাম সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাঈদা পারভীন বলেন,“কৃষকদের দাবি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে। আগামীকাল তাদের নিয়ে বৈঠক করে বিষয়টির স্থায়ী সমাধানে উদ্যোগ নেওয়া হবে।”
একুশে সংবাদ/কু.প্র/এ.জে