গোপালগঞ্জের মুকসুদপুরে গুরুত্বপূর্ণ কয়েকটি রাস্তার দীর্ঘদিনের ভগ্নদশা চরম দুর্ভোগে ফেলেছে এলাকাবাসীকে। ফরিদ মিয়া কমপ্লেক্স থেকে আইডিয়াল স্কুল লেকপাড় হয়ে গোপিনাথপুর তেরাইসা মোড় পর্যন্ত রাস্তাসহ এর সংযুক্ত বাইপাস ও মিয়া বাড়ি মসজিদ সড়কের অবস্থা এতটাই করুণ যে, প্রতিদিন চরম ভোগান্তির শিকার হচ্ছেন স্কুল–কলেজের শিক্ষার্থী, রোগী ও সাধারণ মানুষ।
এ পথ দিয়ে প্রতিদিনই যাতায়াত করেন আইডিয়াল স্কুল, কোয়ালিটি স্কুল এবং মুকসুদপুর কলেজের শত শত শিক্ষার্থী। খানাখন্দ আর উঁচু-নিচু ইটের রাস্তায় চলতে গিয়ে হরহামেশাই তারা দুর্ঘটনার শিকার হচ্ছেন।
শুধু শিক্ষার্থীরাই নয়, জরুরি সেবাও মারাত্মকভাবে বাধাগ্রস্ত হচ্ছে। ভাঙা রাস্তার কারণে এ্যাম্বুলেন্স বা চিকিৎসা সহায়ক যানবাহন চলাচল কার্যত অচল হয়ে পড়েছে। ফলে রোগী নিয়ে হাসপাতালে যাওয়া প্রায় অসম্ভব হয়ে পড়েছে। অনেক সময় বিকল্প, দীর্ঘ ও ঝুঁকিপূর্ণ পথ ব্যবহার করেই গন্তব্যে পৌঁছাতে হচ্ছে।
স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরেই এসব রাস্তায় সংস্কারের কোনো উদ্যোগ নেয়নি কর্তৃপক্ষ। বর্ষা মৌসুমে দুরবস্থা আরও ভয়াবহ আকার ধারণ করে।
তারা জানান, রাস্তাগুলোর অবস্থা দ্রুত সংস্কার ও পানি নিষ্কাশনের যথাযথ ব্যবস্থা গ্রহণ করা না হলে ভোগান্তি আরও বাড়বে।
এলাকাবাসী সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, বিশেষ করে পৌর প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন, যাতে করে শিক্ষা ও জরুরি সেবাসহ সাধারণ চলাচল স্বাভাবিক রাখা সম্ভব হয়।
একুশে সংবাদ/গো.প্র/এ.জে