গাজীপুরের কালীগঞ্জে পৃথক অভিযানে চার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে থানা পুলিশ। সোমবার (৭ জুলাই) উপজেলার বিভিন্ন এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
থানা ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার বিকেলে কালীগঞ্জ থানার পুলিশ টঙ্গী-ঘোড়াশাল সড়কের কালীগঞ্জ পৌরসভার মুনসুরপুর এলাকায় আজিজুল কবিরের ‘কে.টি.এল গ্যারেজ’ সংলগ্ন স্থানে অভিযান চালায়। অভিযানে এক কেজি গাঁজাসহ নরসিংদী জেলার শিবপুর উপজেলার পূর্ব মুন্সিবহর এলাকার আবু সাইদের ছেলে হারুন অর রশিদ (৪৫) কে গ্রেফতার করা হয়।
এছাড়া, সোমবার সন্ধ্যা ৭টার দিকে কালীগঞ্জ পৌরসভার মূলগাঁও এলাকা থেকে মৃত আব্দুল বাতেনের ছেলে মো. ইসমাইল চিশতী (৬০), দেওপাড়া এলাকার মো. বাচ্চু মিয়ার ছেলে পারভেজ মিয়া (৩০), এবং বাহাদুরশাদী ইউনিয়নের বেতুয়া গ্রামের বিল্লাল হোসেনের ছেলে মো. আমজাদ হোসেন (২৭) কে পৃথক অভিযানে দুই কেজি গাঁজাসহ গ্রেফতার করে পুলিশ।
তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮-এর ৩৬(১) সারণির ১৯(ক) ধারায় পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে। পরে চার আসামিকেই আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আলাউদ্দিন বলেন, “মাদকের বিরুদ্ধে পুলিশ জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে। সমাজ থেকে মাদক নির্মূলে সকলের সহযোগিতা প্রয়োজন। মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।”
একুশে সংবাদ/গা.প্র/এ.জে