ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের ছাত্র আহসানুর রহমান খান ব্রেন স্টোকে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন। সোমবার (৭ জুলাই) রাতে ঢাকার ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্স হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
নিহত আহসানুর রহমান খান নরসিংদীর পলাশ উপজেলার চরসিন্দুর ইউনিয়নের চলনা গ্রামের আব্দুল বাতেন খানের ছেলে। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শেখ মুজিবুর রহমান হলের আবাসিক ছাত্র ছিলেন।
স্বজন ও বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, সোমবার রাতে হঠাৎ ব্রেন স্টোকে আক্রান্ত হলে আহসানুরকে দ্রুত নিউরোসায়েন্স হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই রাত ৯টা ৪০ মিনিটে তার মৃত্যু হয়। পরে রাতেই তার মরদেহ গ্রামের বাড়িতে নেওয়া হয়।
আহসানুরের সহপাঠী ও স্বজনরা জানান, তিনি ছিলেন ভদ্র, মেধাবী ও সদা হাস্যোজ্জ্বল। তার অকালমৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। তার মা-বাবা একমাত্র ছেলেকে হারিয়ে গভীর শোক ও কান্নায় ভেঙে পড়েছেন।
আজ মঙ্গলবার বাদ জোহর নিজ গ্রামের বাড়ি চরসিন্দুর ইউনিয়নের চলনা গ্রামে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে আহসানুরকে দাফন করা হবে।
একুশে সংবাদ/ন.প্র/এ.জে