AB Bank
  • ঢাকা
  • মঙ্গলবার, ০৮ জুলাই, ২০২৫, ২৪ আষাঢ় ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

নড়াইলে প্রশিক্ষণের শুভ উদ্বোধন করলেন এসপি এহসানুল কবীর


Ekushey Sangbad
উজ্জ্বল রায়, নড়াইল
১২:২০ পিএম, ৮ জুলাই, ২০২৫

নড়াইলে প্রশিক্ষণের শুভ উদ্বোধন করলেন এসপি এহসানুল কবীর

নড়াইল জেলায় সদ্য যোগদানকৃত ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) সদস্যদের ব্যবহারিক প্রশিক্ষণের আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন পুলিশ সুপার (এসপি) কাজী এহসানুল কবীর।

সোমবার (৭ জুলাই) সকাল ১০টায় নড়াইল পুলিশ লাইন্সে এ প্রশিক্ষণ কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, প্রশিক্ষকবৃন্দ এবং প্রশিক্ষণার্থী টিআরসি সদস্যরা।

ব্যবহারিক এই প্রশিক্ষণ পর্বে সেবা প্রত্যাশী ও জনসাধারণের সঙ্গে পেশাগত আচরণ, আত্মনিয়ন্ত্রণ, কায়িক প্রশিক্ষণ, আইন ও বিধিবিধান, অস্ত্রচালনা, মানবাধিকার এবং জনসেবামূলক আচরণসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হবে।

পুলিশ সুপার এহসানুল কবীর বলেন, “নবনিযুক্ত টিআরসি সদস্যরাই পুলিশের ভবিষ্যৎ। তাদের শৃঙ্খলা, কর্তব্যপরায়ণতা ও পেশাগত দক্ষতার মাধ্যমে একজন আদর্শ পুলিশ সদস্যে পরিণত হতে হবে। এ ব্যবহারিক প্রশিক্ষণ সে লক্ষ্যেই অত্যন্ত গুরুত্বপূর্ণ।”

তিনি আরও বলেন, “দেশের জনগণের আস্থা অর্জন করতে হলে পেশাদারিত্ব, মানবিকতা এবং আন্তরিকতা নিয়ে দায়িত্ব পালন করতে হবে। সততা ও নিষ্ঠার সঙ্গে দেশ ও মানুষের সেবা করাই পুলিশের আসল দায়িত্ব।”

প্রশিক্ষণ উদ্বোধন অনুষ্ঠানে প্রশিক্ষণার্থীরা মনোযোগ সহকারে পুলিশ সুপারের বক্তব্য শ্রবণ করেন এবং দায়িত্ব পালনে সর্বদা প্রস্তুত থাকার অঙ্গীকার ব্যক্ত করেন।

 

একুশে সংবাদ/ন.প্র/এ.জে

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!