নড়াইল জেলায় সদ্য যোগদানকৃত ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) সদস্যদের ব্যবহারিক প্রশিক্ষণের আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন পুলিশ সুপার (এসপি) কাজী এহসানুল কবীর।
সোমবার (৭ জুলাই) সকাল ১০টায় নড়াইল পুলিশ লাইন্সে এ প্রশিক্ষণ কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, প্রশিক্ষকবৃন্দ এবং প্রশিক্ষণার্থী টিআরসি সদস্যরা।
ব্যবহারিক এই প্রশিক্ষণ পর্বে সেবা প্রত্যাশী ও জনসাধারণের সঙ্গে পেশাগত আচরণ, আত্মনিয়ন্ত্রণ, কায়িক প্রশিক্ষণ, আইন ও বিধিবিধান, অস্ত্রচালনা, মানবাধিকার এবং জনসেবামূলক আচরণসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হবে।
পুলিশ সুপার এহসানুল কবীর বলেন, “নবনিযুক্ত টিআরসি সদস্যরাই পুলিশের ভবিষ্যৎ। তাদের শৃঙ্খলা, কর্তব্যপরায়ণতা ও পেশাগত দক্ষতার মাধ্যমে একজন আদর্শ পুলিশ সদস্যে পরিণত হতে হবে। এ ব্যবহারিক প্রশিক্ষণ সে লক্ষ্যেই অত্যন্ত গুরুত্বপূর্ণ।”
তিনি আরও বলেন, “দেশের জনগণের আস্থা অর্জন করতে হলে পেশাদারিত্ব, মানবিকতা এবং আন্তরিকতা নিয়ে দায়িত্ব পালন করতে হবে। সততা ও নিষ্ঠার সঙ্গে দেশ ও মানুষের সেবা করাই পুলিশের আসল দায়িত্ব।”
প্রশিক্ষণ উদ্বোধন অনুষ্ঠানে প্রশিক্ষণার্থীরা মনোযোগ সহকারে পুলিশ সুপারের বক্তব্য শ্রবণ করেন এবং দায়িত্ব পালনে সর্বদা প্রস্তুত থাকার অঙ্গীকার ব্যক্ত করেন।
একুশে সংবাদ/ন.প্র/এ.জে