২০১৫ সালে কুমিল্লার চৌদ্দগ্রামে পেট্রোল বোমা হামলা ও কাভার্ডভ্যানে অগ্নিকাণ্ড সংক্রান্ত তিনটি মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে মামলা থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
সোমবার (৭ জুলাই) বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা জেলা জজ আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) মো. কাইমুল হক রিংকু।
জানা গেছে, এসব মামলা আওয়ামী লীগ সরকারের সময় রাজনৈতিক উদ্দেশ্যে দায়ের করা হয়েছে—এমন যুক্তিতে আইন মন্ত্রণালয়ের কাছে প্রত্যাহারের আবেদন করা হলে, তা গ্রহণ করে তিনটি মামলাই প্রত্যাহারের অনুমোদন দেওয়া হয়।
চৌদ্দগ্রাম থানার তৎকালীন উপপরিদর্শক (এসআই) নুরুজ্জামান হাওলাদার ২০১৫ সালের জানুয়ারি ও ফেব্রুয়ারিতে এসব মামলার বাদী ছিলেন।
তথ্য অনুযায়ী, ৩ ফেব্রুয়ারি উপজেলার জগমোহনপুর এলাকায় একটি যাত্রীবাহী বাসে পেট্রোল বোমা হামলার ঘটনায় আটজন নিহত হন। ওই ঘটনায় হত্যা ও বিস্ফোরক দ্রব্য আইনে দুটি মামলা দায়ের করে পুলিশ। এছাড়া, ২৫ জানুয়ারি হায়দারপুর এলাকায় একটি কাভার্ডভ্যান পুড়িয়ে দেওয়ার ঘটনায় নাশকতার অভিযোগে আরও একটি মামলা হয়।
প্রাথমিক তদন্ত শেষে এই তিন মামলায় বিএনপি চেয়ারপারসনসহ অনেককে আসামি করা হয়। তবে মামলার শুনানিতে খালেদা জিয়ার বিরুদ্ধে সংশ্লিষ্টতার প্রমাণ না পাওয়ায় তাঁকে অব্যাহতি দেন সংশ্লিষ্ট আদালতের বিচারকরা।
একইসঙ্গে মামলার অন্য আসামিদের বিরুদ্ধেও মামলা প্রত্যাহার করে নেওয়া হয়েছে। পিপি কাইমুল হক রিংকু বলেন, আদালতে উপস্থাপিত তথ্য অনুযায়ী বেগম জিয়া সেসময় গুলশানের বাসায় অবরুদ্ধ ছিলেন। এ কারণে তাঁর জড়িত থাকার প্রমাণ মেলেনি।
বর্তমানে চৌদ্দগ্রাম থানায় বিএনপি চেয়ারপারসন বা কেন্দ্রীয় নেতাদের নামে আর কোনো মামলা নেই বলেও তিনি জানান।
একুশে সংবাদ/আ.ট/এ.জে
 
    
 
                        

 
                                         
                                             
                                                        
                             একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন 
												 
												 
												 
												 
												 
												 
												 
												 
                                             
                                             
                                             
                                            
