AB Bank
  • ঢাকা
  • মঙ্গলবার, ০৮ জুলাই, ২০২৫, ২৩ আষাঢ় ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

‘ইনশাআল্লাহ, আমরা দেশ গঠন করব’ — এনসিপি আহ্বায়ক নাহিদ



‘ইনশাআল্লাহ, আমরা দেশ গঠন করব’ — এনসিপি আহ্বায়ক নাহিদ

বিচার সংস্কার ও নতুন সংবিধানের দাবিতে চলমান জুলাই পদযাত্রার অংশ হিসেবে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নাটোরের বড়াইগ্রামের বনপাড়ায় এক পথসভা আয়োজন করে। সোমবার (৭ জুলাই) বিকেলে বনপাড়া কালিকাপুর বাইপাসে আয়োজিত ওই সভায় এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন,“উত্তরবঙ্গের প্রবেশদ্বার বনপাড়াকে এনসিপির ঘাঁটি করে গড়ে তোলা হবে। ইনশাআল্লাহ, আমরা দেশ গঠন করব।”

তিনি আরও বলেন,“এই এলাকায় সন্ত্রাস, চাঁদাবাজি, হত্যাকাণ্ডের বিরুদ্ধে বিচার চাই। এসব নির্মূলে এনসিপি আপনাদের সঙ্গে থাকবে।”

নাহিদ ইসলাম বলেন,“জুলাই গণঅভ্যুত্থানে আমরা বৈষম্যহীন বাংলাদেশের দাবিতে রাজপথে নেমেছিলাম, আর এখন নামছি চাঁদাবাজ ও সন্ত্রাসমুক্ত দেশের দাবিতে। আমরা বিশ্বাস করি, নতুন বাংলাদেশ গঠনে কোনও আপস নয়।”

বড়াইগ্রামের শিশু আবীর হত্যা প্রসঙ্গে তিনি বলেন,“মাত্র ৯ বছরের আবীরকে যারা হত্যা করেছে, তাদের দ্রুত বিচার নিশ্চিত করতে হবে। এই হত্যার বিরুদ্ধে আমরা রাজপথে থাকব।”

এর আগে দুপুরে নাটোর শহরের মাদ্রাসা মোড়ে (স্বাধীনতা চত্বরে) আরেকটি পথসভায় তিনি বলেন,“গণঅভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন, তাদের শহীদি মর্যাদা ও সাংবিধানিক স্বীকৃতি দিতে হবে। আমরা এজন্য ‘জুলাই সনদ’ চাই।”

তিনি আরও যোগ করেন,“ফ্যাসিবাদের সঙ্গে আপস করিনি, দেশ গঠনের পথেও কোনও আপস করব না। ষড়যন্ত্র বা টালবাহানা বরদাশত করা হবে না।”

এনসিপি আহ্বায়ক জানান,“জুলাই পদযাত্রার মাধ্যমে ৩০ জুলাইয়ের মধ্যে দেশের ৬৪টি জেলায় আমরা পৌঁছে যাব। গণমানুষের দাবিকে সামনে রেখেই এই পদযাত্রা।”

পথসভায় কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ অংশ নেন। উপস্থিত ছিলেন—উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম,দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, ডা. তাসনিম জারা, মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারী, নাটোর জেলা যুগ্ম সমন্বয়কারী আবদুল মান্নাফ ও অন্যান্য কেন্দ্রীয় ও স্থানীয় নেতাকর্মীরা।

 

একুশে সংবাদ/না.প্র/এ.জে

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!