জয়পুরহাট জেলার কালাই উপজেলায় জেলা বিএনপির ইতিহাসভিত্তিক গ্রন্থ ‘সেকাল-একাল’-এর মোড়ক উন্মোচন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৭ জুলাই) বিকেলে কালাই সরকারি মহিলা কলেজ সড়কে উপজেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ে আয়োজিত এক বর্ণাঢ্য অনুষ্ঠানে এই মোড়ক উন্মোচন হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বইটির মোড়ক উন্মোচন করেন উপজেলা বিএনপির আহ্বায়ক ইব্রাহিম হোসেন মন্ডল। বইটির রচয়িতা বিশিষ্ট শিক্ষক ও গবেষক অধ্যাপক আমিনুর রহমান (বকুল) বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা জিয়া পরিষদের সভাপতি মোসাদ্দেক হোসেন, এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক শামীম রেজা।
এছাড়াও বক্তব্য রাখেন—উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম চৌধুরী টুকু, কালাই ডিগ্রি কলেজের সভাপতি ও আহম্মেদাবাদ ইউনিয়ন বিএনপির আহ্বায়ক তাজদ্দিন, ও পৌর জিয়া পরিষদের সভাপতি অধ্যক্ষ শাহজাহান আলী।
অধ্যাপক আমিনুর রহমান (বকুল) তার বক্তব্যে বলেন,“দীর্ঘদিনের গবেষণা ও স্মৃতিচারণের ফসল ‘সেকাল-একাল’ শুধু একটি বই নয়, এটি আমাদের দলীয় রাজনীতির ইতিহাস, আত্মত্যাগ, সংগ্রাম ও অর্জনের এক জীবন্ত দলিল। বইটিতে জেলা বিএনপির জন্মলগ্ন থেকে শুরু করে বর্তমান পর্যন্ত নানা রাজনৈতিক বাঁক, সঙ্কট, সাফল্য ও নেতৃত্বের প্রতিচ্ছবি তুলে ধরার চেষ্টা করেছি।”
তিনি আরও বলেন, “এই গ্রন্থ আগামী প্রজন্মের কাছে শুধু দলীয় নয়, বরং এ অঞ্চলের সামাজিক-রাজনৈতিক পরিবর্তনের দলিল হিসেবেও মূল্যবান রেফারেন্স হয়ে থাকবে।”
অনুষ্ঠানে উপজেলা ও পৌর বিএনপির বিভিন্ন ইউনিটের নেতাকর্মী, জিয়া পরিষদের প্রতিনিধিবৃন্দ, স্থানীয় রাজনৈতিক ও সাংস্কৃতিক অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শেষ অংশে লেখক উপস্থিত দর্শকদের সঙ্গে মতবিনিময় করেন এবং বইয়ের স্বাক্ষরিত কপি উপহার দেন।
একুশে সংবাদ/জ.প্র/এ.জে