টাঙ্গাইলের ধনবাড়ীতে যাত্রীবাহী বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে তিনজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও একজন। নিহতদের পরিচয় এখনও জানা যায়নি।
সোমবার (৭ জুলাই) দুপুর দেড়টার দিকে ঢাকা-জামালপুর মহাসড়কের বাঘিল এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
ধনবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম শহীদুল্লাহ জানান, ঢাকা থেকে জামালপুরগামী একটি বাস উপজেলার বাঘিল এলাকায় বিপরীত দিক থেকে আসা মধুপুরগামী সিএনজির সঙ্গে মুখোমুখি সংঘর্ষে লিপ্ত হয়। এতে ঘটনাস্থলেই সিএনজির এক যাত্রী মারা যান এবং আরও কয়েকজন গুরুতর আহত হন।
আহতদের উদ্ধার করে ধনবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক আরও দুইজনকে মৃত ঘোষণা করেন।
পুলিশ জানায়, দুর্ঘটনার পর বাসটি জব্দ করা হলেও চালক ঘটনাস্থল থেকে পালিয়ে গেছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।
একুশে সংবাদ/আ.ট/এ.জে
 
    
 
                        

 
                                         
                                             
                                                        
                             একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন 
												 
												 
												 
												 
												 
												 
												 
												 
                                             
                                             
                                             
                                            
