AB Bank
  • ঢাকা
  • সোমবার, ০৭ জুলাই, ২০২৫, ২৩ আষাঢ় ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

মাগুরায় সেনাবাহিনীর অভিযানে বিদেশি ও দেশী অস্ত্রসহ দুই রাজনৈতিক নেতা আটক



মাগুরায় সেনাবাহিনীর অভিযানে বিদেশি ও দেশী অস্ত্রসহ দুই রাজনৈতিক নেতা আটক

মাগুরার শ্রীপুর উপজেলায় সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে ৩টি বিদেশি রিভলবার, ১১ রাউন্ড তাজা গুলি ও দেশীয় অস্ত্রসহ দুই রাজনৈতিক নেতাকে আটক করা হয়েছে। সোমবার (৭ জুলাই) গভীর রাতে উপজেলার তারাউজিয়াল ও নোহাটা গ্রামে পৃথক অভিযানে এ ঘটনাটি ঘটে।

আটককৃতরা হলেন—তারাউজিয়াল গ্রামের মৃত রাহেন উদ্দিন মিয়ার পুত্র ও সব্দালপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি শরিফুল ইসলাম সাচ্চু (৫৭) এবং নোহাটা গ্রামের মৃত ইউসুফ মোল্লার পুত্র মিজানুর রহমান টিটো। টিটো আওয়ামী লীগ কর্মী, উপজেলা আওয়ামী লীগের ক্রীড়া বিষয়ক সম্পাদক কনকের বড় ভাই এবং একটি হত্যা ও নাশকতা মামলার পলাতক আসামি।

মাগুরা সেনা ক্যাম্প ও শ্রীপুর থানা পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন, দীর্ঘদিন পলাতক থাকার পর মিজানুর রহমান টিটো তার নিজ বাড়িতে অবস্থান করছেন এবং তার কাছে অস্ত্র ও গোলাবারুদ রয়েছে। এ তথ্যের ভিত্তিতে সোমবার রাত আনুমানিক ২টার দিকে সেনাবাহিনী ও পুলিশের একটি যৌথ দল টিটোর বাড়িতে অভিযান চালায়।

অভিযানে টিটোকে আটক করা হয় এবং তার বাড়ি থেকে ২টি বিদেশি রিভলবার, ৮ রাউন্ড তাজা গুলি ও বেশ কিছু দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। পরে টিটোর দেওয়া তথ্যমতে রাত আনুমানিক ৩টার দিকে পার্শ্ববর্তী তারাউজিয়াল গ্রামে বিএনপি নেতা শরিফুল ইসলাম সাচ্চুর বাড়িতে অভিযান চালানো হয়। তার ঘর তল্লাশির সময় ১টি চায়না তৈরি রিভলবার ও ৩ রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয় এবং তাকেও আটক করা হয়।

এ বিষয়ে শ্রীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ইদ্রিস আলী বলেন, “আটককৃত মিজানুর রহমান টিটো ও শরিফুল ইসলাম সাচ্চুকে উদ্ধারকৃত আগ্নেয়াস্ত্রসহ থানায় হস্তান্তর করা হয়েছে। তাদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।”

 


একুশে সংবাদ/মা.প্র/এ.জে

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!