নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় অটোরিকশায় চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রতন মিয়া (৫০) নামের এক চালকের মৃত্যু হয়েছে।
সোমবার (৭ জুলাই) সকাল ১০টার দিকে উপজেলার মাসকা ইউনিয়নের রায়পুর পূর্ব পাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত রতন মিয়া ওই এলাকার মৃত মোতালেব হোসেনের ছেলে।
পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, সকালে নিজ ঘরে থাকা অটোরিকশায় চার্জ দিতে গিয়ে রতন মিয়া বিদ্যুৎস্পৃষ্ট হন। এতে তিনি গুরুতর আহত হলে দ্রুত তাকে কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। তবে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে কেন্দুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান জানান, “সকালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রতন মিয়া নামের এক ব্যক্তি মারা গেছেন। এ ঘটনায় অপমৃত্যু মামলা প্রক্রিয়াধীন।”
একুশে সংবাদ/নে.প্র/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

