রাজবাড়ীর গোয়ালন্দে পবিত্র আশুরা উপলক্ষে উপজেলার দৌলতদিয়া খানকা শরীফ ও ইমাম বাড়া শরিফের আয়োজনে পৃথক দুটি তাজিয়া শোক মিছিল অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (০৭ জুলাই) সকাল ৯টা ১১মিনিটে গোয়ালন্দ ইমামবাড়া শরিফ থেকে বিশাল এক তাজিয়া শোক মিছিল বের হয়ে উপজেলা কোর্ট চত্বর প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়। পরে সকাল ১০টা ১১মিনিটে আরেকটি দৌলতদিয়া খানকা শরীফ থেকে বিশাল তাজিয়া শোক মিছিল বের হয়ে ঢাকা-খুলনা জাতীয় মহাসড়ক দিয়ে দৌলতদিয়া বাংলাদেশ হ্যাচারীজ এলাকা প্রদক্ষিণ করে পুনরায় খানকা শরীফে এসে শেষ হয়।
তাজিয়া শোক মিছিলে উপস্থিত ছিলেন কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি, রাজবাড়ী জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও রাজবাড়ী-১ আসনের মনোনয়ন প্রত্যাশী অ্যাড. মো. আসলম মিয়া, গোয়ালন্দ উপজেলা বিএনপির সভাপতি মো. নিজাম উদ্দিন শেখ, সাধারণ সম্পাদক মোশারফ আহমেদ, দৌলতদিয়া খানকা শরীফের সভাপতি মুক্তার হোসেন বেপারী, সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার রফিকুল ইসলাম, কোষাধ্যক্ষ ফজলুল হক, গোয়ালন্দ ইমাম বাড়া শরিফের সভাপতি মাহাজুজ আলম চৌধুরী নাসিম, সাধারণ সম্পাদক মাহবুবুল আলম, আঞ্জুমান-ই-কাদেরীয়ার অর্ধ লক্ষ ভক্ত-মুরীদান এই তাজিয়া শোক মিছিলে অংশগ্রহণ করেন।
একুশে সংবাদ/রা.প্র/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

