কুমিল্লার তিতাসে বিশেষ অভিযানে ২০টি মাদক মামলার আসামি মো. আব্দুর সাত্তার ভূঁইয়াকে ইয়াবা ও গাঁজাসহ গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (৩ জুলাই) রাত ৭টা ৪৫ মিনিটে তিতাস থানার এএসআই রাজীব কুমারের নেতৃত্বে পুলিশের একটি দল উপজেলার বলরামপুর ইউনিয়নের বড় গাজীপুর গ্রামে অভিযান চালিয়ে তাকে আটক করে।
পুলিশ জানায়, গ্রামের মাওলার পাটক্ষেতের দক্ষিণ-পূর্ব পাশে একটি টং ঘরে অভিযান চালিয়ে সাত্তার ভূঁইয়ার (৪২), পিতা—মৃত খলিল ভূঁইয়া, হেফাজত থেকে ১ কেজি গাঁজা ও ১০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
তিতাস থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদ উল্যাহ বলেন, “আটককৃত সাত্তার একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে ২০টি মাদক মামলা বিচারাধীন রয়েছে। তার বিরুদ্ধে নতুন করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।”
তিনি আরও জানান, মাদকের বিরুদ্ধে এই ধরনের অভিযান নিয়মিত চলবে।
এদিকে, পুলিশের এ সফল অভিযানে স্থানীয় বাসিন্দা ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা সন্তোষ প্রকাশ করেছেন এবং মাদকের বিরুদ্ধে পুলিশের এ অভিযান অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন।
একুশে সংবাদ//ঢা.প//র.ন
 
    
 
                        

 
                                         
                                             
                                                        
                             একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন 
												 
												 
												 
												 
												 
												 
												 
												 
                                             
                                             
                                             
                                            
