AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ০৩ জুলাই, ২০২৫, ১৯ আষাঢ় ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

সাটুরিয়ায় একুশে সংবাদ.কমে সংবাদ প্রকাশের পর ‘হাতুড়ি ডাক্তার’ গোলাপ গ্রেপ্তার


Ekushey Sangbad
সাটুরিয়া প্রতিনিধি, মানিকগঞ্জ
০৮:২৩ পিএম, ২ জুলাই, ২০২৫

সাটুরিয়ায় একুশে সংবাদ.কমে সংবাদ প্রকাশের পর ‘হাতুড়ি ডাক্তার’ গোলাপ গ্রেপ্তার

মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার দরগ্রাম বাজারে চিকিৎসক সেজে প্রতারণার অভিযোগে কথিত ডাক্তার গোলাপকে গ্রেপ্তার করেছে উপজেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগ। এর আগে “একুশে সংবাদ.কম”–এ সংবাদ প্রকাশিত হলে প্রশাসনের নজরে আসে বিষয়টি।

বুধবার (২ জুলাই) বিকেলে সাটুরিয়া উপজেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগের যৌথ অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়। অভিযানে নেতৃত্ব দেন সাটুরিয়ার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. তানভীর আহমদ। সঙ্গে ছিলেন ঔষধ প্রশাসন অধিদপ্তর মানিকগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সুলতানা রিফাত (ফেরদৌস) এবং সাটুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. মো. মনিরুজ্জামান। অভিযানে পুলিশ ও স্থানীয় এলাকাবাসীও উপস্থিত ছিলেন।

আগের প্রকাশিত সংবাদ------ সার্টিফিকেট ছাড়াই ‘সর্বরোগের’ ডাক্তার, তথ্য জানতে চাওয়ায় সাংবাদিককে প্রাণনাশের হুমকি

অভিযানে দেখা যায়, গোলাপ ও তার বাবা লুৎফর রহমান নিজেদের নামের আগে “ডাক্তার” উপাধি ব্যবহার করে আসছিলেন এবং প্রয়োজনীয় সনদপত্র ছাড়াই রোগ নির্ণয় ও প্রেসক্রিপশন দিচ্ছিলেন। পাশাপাশি, তাদের ফার্মেসি থেকে মেয়াদোত্তীর্ণ ওষুধ উদ্ধার করা হয় এবং লাইসেন্স ও প্রয়োজনীয় কাগজপত্র দেখাতে ব্যর্থ হন তারা।

ভ্রাম্যমাণ আদালত অভিযানে কথিত ডাক্তার লুৎফর রহমানকে ৫০ হাজার টাকা জরিমানা এবং তার ছেলে গোলাপকে ১৪ দিনের কারাদণ্ড প্রদান করেন।

স্থানীয় এলাকাবাসী এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, “ভুয়া চিকিৎসকদের কারণে অনেকেই ভুল চিকিৎসায় ভোগেন। প্রশাসনের এই অভিযান ভবিষ্যতে অব্যাহত থাকুক।”

 

একুশে সংবাদ/মা.প্র/এ.জে

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!