AB Bank
  • ঢাকা
  • শনিবার, ২৩ আগস্ট, ২০২৫, ৭ ভাদ্র ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

উজিরপুরে নিজ এলাকায় চিকিৎসককে সংবর্ধনা



উজিরপুরে নিজ এলাকায় চিকিৎসককে সংবর্ধনা

বরিশালের উজিরপুর উপজেলার হস্তিশুন্ড গ্রামের সন্তান চিকিৎসক ডাঃ মশিউর রহমানকে সংবর্ধনা দেওয়া হয়েছে। তিনি লিভার ও পরিপাকতন্ত্র বিশেষজ্ঞ এবং বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে গ্যাস্ট্রো লিভার বিশেষজ্ঞ হিসেবে কর্মরত। সম্প্রতি তিনি গ্যাস্ট্রোএন্টারোলজি বিষয়ে এমডি ডিগ্রি অর্জন করেছেন। তার এই কৃতিত্বকে ঘিরে এলাকায় আনন্দ-উল্লাসের সৃষ্টি হয়।

এ উপলক্ষে গ্রামের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, হস্তিশুন্ড খোলনা ঈদগাহ মার্কেট ব্যবসায়ী সমিতি, স্থানীয় সমাজকর্মীসহ তার বন্ধু মহল একত্রিত হয়ে ফুলেল শুভেচ্ছা দিয়ে তাকে সংবর্ধনা জানান।

এ সময় বক্তারা বলেন, ডাঃ মশিউর রহমান শুধু হস্তিশুন্ড গ্রামের নয়, তিনি সমগ্র উজিরপুরবাসীর গর্ব। অনুষ্ঠানে স্থানীয় ব্যবসায়ী, শিক্ষানুরাগী, সমাজকর্মীসহ অসংখ্য শুভাকাঙ্ক্ষী অংশ নেন।

সংবর্ধনা শেষে ডাঃ মশিউর রহমান সকলের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, “এই অর্জন আমার একার নয়; আমার পরিবার, শিক্ষক, সহকর্মী ও গ্রামের মানুষের দোয়া ও সহযোগিতা ছাড়া এটি সম্ভব হতো না। আমি চাই চিকিৎসা সেবার মাধ্যমে মানুষের কল্যাণে কাজ করতে।”

 

একুশে সংবাদ/ব.প্র/এ.জে

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!