AB Bank
  • ঢাকা
  • বুধবার, ০২ জুলাই, ২০২৫, ১৭ আষাঢ় ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

কিশোরগঞ্জের অষ্টগ্রামে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৪০,লুটপাট ও অগ্নিসংযোগ


Ekushey Sangbad
জেলা প্রতিনিধি, কিশোরগঞ্জ
০৬:৪৪ পিএম, ১ জুলাই, ২০২৫

কিশোরগঞ্জের অষ্টগ্রামে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৪০,লুটপাট ও অগ্নিসংযোগ

কিশোরগঞ্জের অষ্টগ্রামে বিএনপির দুই গ্রুপের ভয়াবহ সংঘর্ষে অন্তত ৪০ জন আহত হয়েছেন। সংঘর্ষের সময় বাড়িঘর ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনাও ঘটেছে।

মঙ্গলবার (১ জুলাই) সকালে উপজেলার খয়েরপুর-আব্দুল্লাপুর ইউনিয়নের আব্দুল্লাপুর গ্রামের বাঘাবাড়ি এলাকায় এই সংঘর্ষ ঘটে। স্থানীয় বিএনপির সভাপতি কামাল পাশা এবং কিশোরগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ফরহাদ আহমেদের মধ্যে দীর্ঘদিনের রাজনৈতিক ও পারিবারিক বিরোধ থেকেই এই উত্তেজনার সূত্রপাত।


পুলিশ ও স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, মঙ্গলবার সকালেই কামাল পাশার অনুসারীরা ফরহাদ আহমেদের বাড়িতে অতর্কিত হামলা চালায়। এ সময় দেশীয় অস্ত্র, লাঠিসোঁটা, ইট-পাটকেল নিয়ে উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে উভয় পক্ষের প্রায় ৪০ জন আহত হয়। একপর্যায়ে কয়েকটি ঘরে অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনাও ঘটে।


বিএনপি নেতা কামাল পাশা দাবি করেন,“আমি সোমবার ও মঙ্গলবার খেলার মাঠ দেখতে যাওয়ার সময় ফরহাদ আহমেদের লোকজন আমার ওপর হামলা চালায়। এতে আমার ১৫-২০ জন কর্মী আহত হন।”

অন্যদিকে ফরহাদ আহমেদ বলেন,“আমি বর্তমানে কিশোরগঞ্জে অবস্থান করছি। জেলা কমিটিতে জায়গা পাওয়ায় কামাল পাশা পরিকল্পিতভাবে শত শত লোক নিয়ে আমাদের বাড়িতে হামলা চালিয়েছেন। এতে ঘরবাড়ি ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগ করা হয়।”

অষ্টগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রুহুল আমিন বলেন,“সংঘর্ষের খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে যায়। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। এখনো কোনো পক্ষ লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”


সংঘর্ষ ও অগ্নিসংযোগের ঘটনায় পুরো এলাকায় ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়েছে। থমথমে পরিস্থিতি বিরাজ করছে। বাঘাবাড়ি এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

 

একুশে সংবাদ/কি.প্র/এ.জে

Link copied!