AB Bank
  • ঢাকা
  • বুধবার, ০২ জুলাই, ২০২৫, ১৮ আষাঢ় ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

গজনী অবকাশের প্রধান গেটের প্রবেশমূল্য নির্ধারণ ও দোয়া অনুষ্ঠিত



গজনী অবকাশের প্রধান গেটের প্রবেশমূল্য নির্ধারণ ও দোয়া অনুষ্ঠিত

অপরূপ প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি, গারো পাহাড়ের পাদদেশে অবস্থিত শেরপুরের সীমান্তবর্তী পর্যটন কেন্দ্র গজনী অবকাশে ২০২৫ সালের ১ জুলাই থেকে এক বছরের জন্য প্রধান গেটের প্রবেশমূল্য নির্ধারণ ও দোয়ার আয়োজন করা হয়েছে।

মঙ্গলবার (১ জুলাই) সকালে গজনী অবকাশের প্রধান গেট এলাকায় আনুষ্ঠানিকভাবে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দেশ ও জাতির কল্যাণ কামনায় দোয়া পরিচালনা করেন গজনী অবকাশ জামে মসজিদের ইমাম হাফেজ আবু হানিফ।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গজনী অবকাশের ইজারাদার মো. ফরিদ মিয়া, কাংশা ইউনিয়ন যুবদলের সভাপতি দুলাল মণ্ডল, ৮নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক কমল মিয়াসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

গজনী অবকাশের ইজারাদার সূত্রে জানা গেছে, ১ জুলাই ২০২৫ থেকে ৩০ জুন ২০২৬ সাল পর্যন্ত এক বছরের জন্য জেলা প্রশাসনের আওতায় সরকারি রাজস্ব খাতে মোট ৮৫ লাখ ৫০ হাজার টাকা জমা দিয়ে এ ইজারা গ্রহণ করা হয়েছে। এর মধ্যে বড় যানবাহনের গেট মূল্য ধরা হয়েছে ৪০ লাখ টাকা এবং ছোট যানবাহনের জন্য ৪৫ লাখ ৫০ হাজার টাকা।

গজনী ইজারাদার সুত্রে জানা গেছে, ১জুলাই/২৫:থেকে ৩০জুন/২৬ পর্যন্ত ১বছর মেয়াদে সরকারি ভাবে  বড় যানবাহনের গেইট-৪০ লাখ এবং ছোট যানবাহন গেইট-৪৫লাখ ৫০হাজার টাকা সহ মোট ৮৫ লাখ ৫০হাজার টাকা রাজস্ব খাতে জমাপূর্বক এই ইজারা প্রদান করেন জেলা প্রশাসন। আগামী এক বছর জেলা প্রশাসনের অধীনে গজনী অবকাশ বিনোদন কেন্দ্রের মূল গেইটে প্রবেশ মূল্য নির্ধারণ করা হয়েছে  নিন্মরুপ ভাবে- অটোবাইক-১২০টাকা,সিএনজি-১৫০টাকা, মোটর সাইকেল চালক সহ অতিরিক্ত যাত্রী প্রতিজন২০টাকা হারে-৬০ টাকা, যাত্রী প্রতিজন-২০টাকা, বড় সুজন গাড়ী ৪০জন যাত্রী সহ-৭০০টাকা, ছোট সুজন গাড়ী ২০জন যাত্রী সহ- ৪০০টাকা, রিক্সা ভ্যানগাড়ী-৮০টাকা, অটো, সিএনজি, সুজন গাড়ী যাত্রী ব্যতিত- ৫০টাকা, ছোট অটোবাইক-১২০টাকা, বড় বাস/ট্রাক প্রতিটা যাত্রী সহ-১০০০টাকা, মিনি বাস/ মিনি ট্রাক/বড় পিকআপ-৭০০টাকা।

ইজারাদার ফরিদ মিয়া ও দুলাল মণ্ডল জানান, বর্তমানে গজনী অবকাশে অন্তর্ভুক্ত ৩৩টি দর্শনীয় স্থান পরিদর্শনের জন্য মূল গেইট দিয়েই প্রবেশ করতে হয়। কিন্তু প্রধান গেটে কোনো পাকা টুলঘর না থাকায় ভ্রমণের মৌসুমে টিকিট আদায়ে চরম ভোগান্তি হয়। তারা দাবি করেন, আগামী মৌসুমের আগেই প্রধান গেটে একটি স্থায়ী টুলঘর নির্মাণ করা হোক।

এ বিষয়ে জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান বলেন, “আমি শিগগিরই গজনী অবকাশ পরিদর্শন করব এবং ইজারাদারদের নিরাপত্তা ও কার্যক্রম নির্বিঘ্ন করার জন্য প্রধান গেট এলাকায় স্থায়ী টুলঘর নির্মাণের উদ্যোগ নেওয়া হবে।”

 

একুশে সংবাদ/শে.প্র/এ.জে

Link copied!