চুয়াডাঙ্গায় মেহেরপুর সদরে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের আঞ্চলিক গবেষণা কেন্দ্র স্থাপন ও দেশের মধ্য-পশ্চিমাঞ্চলের পরিবেশ-প্রতিবেশ উপযোগী গবেষণা কার্যক্রম জোরদারকরণ প্রকল্পের দুই দিনব্যাপী আঞ্চলিক রিভিউ কর্মশালা শুরু হয়েছে।
কর্মশালায় এই অঞ্চলের ৬ জেলার ২৮টি উপজেলায় কর্মরত বিএডিসি, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, তুলা উন্নয়ন বোর্ডসহ কৃষি গবেষণা খাতে কর্মরত বৈজ্ঞানিক কর্মকর্তা, কৃষিবিদ ও কৃষি উদ্যোক্তরা অংশ নিচ্ছেন। শনিবার সকাল ১০টায় শহরের একটি অভিজাত হোটেলে দুই দিনব্যাপী এই কর্মশালার উদ্বোধন করেন প্রধান অতিথি বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট-বারির পরিকল্পনা মূল্যায়ন উইংয়ের পরিচালক ড. মো. আব্দুর রশীদ। রবিবার এই কর্মশালার সমাপ্তি হবে।
প্রকল্প পরিচালক ড. মো. মতিয়ার রহমানের সভাপতিত্বে উদ্বোধন অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন উপ প্রকল্প পরিচালক জাহান আল মামুন। বিশেষ অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ফরিদপুর অঞ্চলের অতিরিক্ত পরিচালক মোহাম্মদ খয়ের উদ্দিন মোল্লা। বক্তব্য রাখেন উদ্ভিদ শারীরতত্ত্ব বিভাগ বারি, গাজীপুরের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা মোহা. মনিরুজ্জামান ও আলমগীর হোসেন।
বক্তারা বলেন, এই অঞ্চলের কৃষির অপার সম্ভাবনা রয়েছে। এখানে যে ফল-ফসলই আবাদ করা হয়, তারই ফলন ভালো হয়েছে। দুই দিনের এই কর্মশালা থেকে মাঠপর্যায়ের সমস্যাসমূহ চিহ্নিতকরণ ও তা সম্মিলিত উদ্যোগে বাস্তবায়ন করতে হবে।
একুশে সংবাদ/চু.প্র/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

