AB Bank
  • ঢাকা
  • শনিবার, ২৮ জুন, ২০২৫, ১৪ আষাঢ় ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস-ট্রাক সংঘর্ষে ৪ জন নিহত, আহত ১৫


Ekushey Sangbad
জেলা প্রতিনিধি, মুন্সীগঞ্জ
০৯:৩৪ এএম, ২৮ জুন, ২০২৫

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস-ট্রাক সংঘর্ষে ৪ জন নিহত, আহত ১৫

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের মুন্সীগঞ্জের শ্রীনগর অংশে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় চারজন প্রাণ হারিয়েছেন। এতে আহত হয়েছেন অন্তত ১৫ জন।

শুক্রবার (২৭ জুন) রাত ৩টার দিকে এক্সপ্রেসওয়ের হাসাড়া হাইওয়ে থানা থেকে প্রায় এক কিলোমিটার দূরে লন্ডন স্কুলের সামনে ঢাকামুখী লেনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে রয়েছেন যশোর সদর উপজেলার মধুগ্রাম গ্রামের জিল্লুর রহমান (৬৫) এবং পাগলাদাহ গ্রামের ডাক্তার জালাল। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পর মারা যান যশোর সদর উপজেলার হালিম (৫৫) এবং বাসটির হেলপার হাসিব (৩২)। আহত ১৫ জনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানিয়েছে হাইওয়ে পুলিশ।

পুলিশ জানায়, যশোরের নওয়াপাড়া থেকে হামদান পরিবহনের একটি বাস ঢাকায় একটি জনসভায় যাচ্ছিল। পথে চলন্ত অবস্থায় একটি মিনি ট্রাক এসে বাসটির পেছনে সজোরে ধাক্কা দিলে ঘটনাস্থলেই দুইজন যাত্রী মারা যান।

হাসাড়া হাইওয়ে থানার ইনচার্জ আব্দুল কাদির জিলানী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুর্ঘটনায় জড়িত বাস ও ট্রাক দুটি জব্দ করা হয়েছে, তবে চালকরা পলাতক। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

 

একুশে সংবাদ/ঢ.প/এ.জে

Link copied!