AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ১৭ জুলাই, ২০২৫, ২ শ্রাবণ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

তামাক নিয়ন্ত্রণে চেয়ারম্যানদের কার্যকর ভূমিকা চাইলেন ইউএনও



তামাক নিয়ন্ত্রণে চেয়ারম্যানদের কার্যকর ভূমিকা চাইলেন ইউএনও

তামাক নিয়ন্ত্রণ কর্মসূচির বাজেট বরাদ্দ ও বেসরকারি সংগঠন সম্পৃক্তকরণ বিষয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৩ জুন ২০২৫) দুপুরে নলছিটি উপজেলা পরিষদ সভাকক্ষে এ সভার আয়োজন করে বাংলাদেশ তামাকবিরোধী জোট, ওয়ার্ক ফর এ বেটার বাংলাদেশ ট্রাস্ট ও নলছিটি মডেল সোসাইটি।

সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌরসভার প্রশাসক মো. নজরুল ইসলাম। সভাপতিত্ব করেন মডেল সোসাইটির নির্বাহী পরিচালক মো. খলিলুর রহমান মৃধা। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আবদুস সালাম।


সভায় ইউএনও নজরুল ইসলাম স্থানীয় সরকার মন্ত্রণালয়ের নির্দেশিকা অনুযায়ী ইউনিয়ন বাজেটে তামাক নিয়ন্ত্রণ কর্মসূচির জন্য বরাদ্দ রাখার আহ্বান জানান। ওসি আবদুস সালাম বলেন, ধূমপান থেকে মাদকে ঝুঁকছে মানুষ, সচেতনতা সৃষ্টিতে ইউনিয়নভিত্তিক সভা-সেমিনার করা প্রয়োজন।

উন্মুক্ত আলোচনায় অংশ নেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. মাহমুদুর রহমান, সমাজসেবা অফিসার (অ.দা.) মো. আসাদুজ্জামান, যুব উন্নয়ন কর্মকর্তা মো. এনামুল হক, উপজেলা প্রকৌশলী মো. ইকবাল করিম, পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. আল-আমিন মোল্যা, বিআরডিবির আরডিও ও কুলকাঠি ইউপি প্রশাসক ওবায়দুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডা. সাজেদা আক্তার, মাধ্যমিক শিক্ষা অফিসার মু. আনোয়ার আজীম, নির্বাচন কর্মকর্তা মো. মেজবাহ উদ্দিন, মহিলা বিষয়ক কর্মকর্তা নাছরীন আক্তার
ও ১০টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণ।

সভায় বক্তারা দীর্ঘমেয়াদী ও কার্যকর তামাক নিয়ন্ত্রণে বাজেট বরাদ্দ ও বেসরকারি সংগঠনের অংশগ্রহণ নিশ্চিত করার ওপর জোর দেন।

 

একুশে সংবাদ/ঝা.প্র/এ.জে

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!