নওগাঁর মহাদেবপুরে অজ্ঞাত পরিচয় এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকাল সাড়ে ৮ টার দিকে উপজেলার বকচত্ত্বর মোড়ের দক্ষিণ পার্শ্বে সাবেক সোনালী ব্যাংক সংলগ্ন খড়হাটি এলাকায় থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
স্থানীয়দের বরাতে জানা যায়, সকালে খড়ের গাদার পাশে ওই নারীকে উল্টো দিকে পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। এরপর মহাদেবপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহীন রেজা জানান, মরদেহের শরীরে আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি, তবে নাকের কাছে সামান্য রক্তের চিহ্ন রয়েছে। নাম-পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। বর্তমানে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।
একুশে সংবাদ/ন.প্র/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

