AB Bank
  • ঢাকা
  • মঙ্গলবার, ২২ জুলাই, ২০২৫, ৭ শ্রাবণ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

কেশবপুর পৌরসভায় নতুন কর আরোপ ছাড়াই ৫৯ কোটি টাকার বাজেট ঘোষণা


Ekushey Sangbad
মো. জাকির হোসেন, কেশবপুর, যশোর
০৫:৩৭ পিএম, ১৯ জুন, ২০২৫

কেশবপুর পৌরসভায় নতুন কর আরোপ ছাড়াই ৫৯ কোটি টাকার বাজেট ঘোষণা

যশোরের কেশবপুর প্রথম শ্রেণির পৌরসভায় নতুন কোনো কর আরোপ না করেই ৫৯ কোটি ২০ লাখ ৩ হাজার ৬৮৭ টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। বুধবার (১৯ জুন) দুপুরে পৌর ভবনের সভাকক্ষে এক জনাকীর্ণ অনুষ্ঠানে বাজেট ঘোষণা করেন পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা রেকসোনা খাতুন।

বাজেট ঘোষণা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন—উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা শরীফ নেওয়াজ, কেশবপুর থানার অফিসার ইনচার্জ আনোয়ার হোসেন, বিএনপির কেন্দ্রীয় নেতা ও উপজেলা সভাপতি আবুল হোসেন আজাদ, সাধারণ সম্পাদক অধ্যাপক আব্দুর রাজ্জাক, জামায়াতে ইসলামীর কেশবপুর উপজেলা সেক্রেটারি মাস্টার রফিকুল ইসলাম, পৌর জামায়াতের আমীর অধ্যাপক জাকির হোসেন, কেশবপুর প্রেসক্লাবের সিনিয়র সহসভাপতি আব্দুল হাই সিদ্দিকী, সাবেক সহসভাপতি রুহুল কুদ্দুস, সদস্য আব্দুর রহমান, জাকির হোসেন, সাংবাদিক ওয়াজেদ আলী খান ডব্লিউ, শামীম আক্তার মুকুল, আব্দুল খালেক ও এনামূল হাসান, পৌর নির্বাহী কর্মকর্তা আবুল ফজল মোঃ এনামূল হক, হিসাবরক্ষণ কর্মকর্তা মফিজুর রহমানসহ সাংবাদিক, ব্যবসায়ী, সুধীজন ও বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা।

বাজেট উপস্থাপন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে পৌর প্রশাসক রেকসোনা খাতুন জানান, গতবারের বাজেটে কিছু খাতে অতিরিক্ত ব্যয় ছিল, যা এবার হ্রাস করা হয়েছে। বিশেষ করে আপ্যায়ন খাতে ১২ লাখ টাকা থেকে কমিয়ে ৩ লাখ টাকা বরাদ্দ রাখা হয়েছে। এছাড়া জলাবদ্ধতা নিরসন, মশা নিধন এবং পৌরসভার উন্নয়ন খাতে বরাদ্দ বৃদ্ধি করা হয়েছে।

তিনি আরও বলেন, “এবারের বাজেটটি একটি জনবান্ধব বাজেট হিসেবে পরিচিতি পাবে। এতে নাগরিক সুবিধা বাড়বে এবং পৌর এলাকার সার্বিক উন্নয়ন ত্বরান্বিত হবে।”

 

একুশে সংবাদ/য.প্র/এ.জে

Link copied!