জামালপুরের মাদারগঞ্জে একটি মসজিদের নির্মাণাধীন সেপটিক ট্যাংকে কাজ করতে নেমে বিষাক্ত গ্যাসে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (২২ জুলাই) বিকাল ৪টার দিকে উপজেলার গুনারীতলা ইউনিয়নের জাঙ্গালিয়া মধ্যপাড়া এলাকায় এই মর্মান্তিক ঘটনা ঘটে। নিহতরা হলেন—জাঙ্গালিয়া এলাকার মৃত জুনাব মন্ডলের ছেলে জদু মিয়া (৫০) এবং একই এলাকার সুরুজ মন্ডলের ছেলে মোশারফ (৩০)। তারা দুজনে চাচা-ভাতিজা সম্পর্কে ছিলেন এবং পেশায় রাজমিস্ত্রি (নির্মাণ শ্রমিক) ছিলেন।
প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে জানা যায়, বিকালে জদু মিয়া সেপটিক ট্যাংকে সেন্টারিং খুলতে নেমে অজ্ঞান হয়ে পড়েন। তাকে উদ্ধার করতে মোশারফও ট্যাংকে নেমে অজ্ঞান হয়ে যান। স্থানীয়রা বিষয়টি টের পেয়ে উদ্ধার চেষ্টায় ব্যর্থ হওয়ায় ফায়ার সার্ভিসকে খবর দেয়। পরে ফায়ার সার্ভিসের জামালপুর ও মাদারগঞ্জ টিম ঘটনাস্থলে গিয়ে তাদের অচেতন অবস্থায় উদ্ধার করে মাদারগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাক্তার সালেহ মাহাদি জানান, “দুজন রোগী নিয়ে আসা হয়েছিল। আমরা তাদের মৃত অবস্থায় পেয়েছি। পরীক্ষা করে দেখা গেছে, হাসপাতালে আনার আগেই তাদের মৃত্যু হয়েছে। মৃতদের স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে।”
মাদারগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মকর্তা মোঃ দেলোয়ার হোসেন জানান, বিকাল ৪টা ২৫ মিনিটে খবর পাই যে নির্মাণাধীন সেপটিক ট্যাংকে দুজন শ্রমিক পড়ে গেছে। দ্রুত ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহায়তায় অচেতন অবস্থায় তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
একুশে সংবাদ/জা.প্র/এ.জে