কুষ্টিয়ার মিরপুরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, বিশ্ব ব্যাংক ও ইফাড-এর যৌথ সহযোগিতায় আয়োজিত “পার্টনার” কর্মসূচির আওতায় পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৯ জুন) সকালে উপজেলা অডিটোরিয়ামে দিনব্যাপী এ কংগ্রেস অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক সুফি মো. রফিকুজ্জামান।
বিশেষ অতিথি ছিলেন পার্টনার কংগ্রেসের যশোর অঞ্চলের সিনিয়র মনিটরিং অফিসার শেখ সাজ্জাদ হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা জসীম উদ্দীন এবং উপজেলা সমবায় কর্মকর্তা জহুরুল আমিন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মিরপুর প্রেসক্লাবের সভাপতি মারফত আফ্রিদি, কৃষি বিভাগের কর্মকর্তা-কর্মচারী, জনপ্রতিনিধি এবং স্থানীয় কৃষকবৃন্দ। পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন অতিরিক্ত কৃষি কর্মকর্তা মতিয়র রহমান।
উল্লেখ্য, “প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনারশিপ অ্যান্ড রেজিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার)” কর্মসূচির মূল লক্ষ্য হলো পুষ্টি, উদ্যোক্তা সৃষ্টি ও কৃষি খাতে স্থিতিশীলতা অর্জনে কৃষকদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করা।
একুশে সংবাদ/কু.প্র/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

